শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

রাম-রাবণের যুদ্ধে 'তির'-এর শ্রেণীবিভাগ

 রাম-রাবণের যুদ্ধে 'তির'-এর শ্রেণীবিভাগ



প্রণব কুমার কুণ্ডূ






প্রণব কুমার কুণ্ডূ



যে সব তিরের সামনের দিক সরল ও গোল, সেই সব তিরের নাম 'নারাচ'।

যে সব তিরের অগ্রভাগ, অর্ধেক নারাচের মতন, সেই সব তিরের নাম 'অর্ধনারাচ'।

যে সব তিরের অগ্রভাগ, কুড়ুলের মতন, সেগুলোকে বলে 'ভল্ল'।

যে সব তিরের মুখের দিক, দুই হাতের অঞ্জলির মতো, সেগুলিকে বলে 'অঞ্জলিক'।

যে সব তিরের অগ্রভাগ, বাছুরের দাঁতের মতো, সেই সব তিরকে বলে 'বৎসদন্ত'।

যে সব তির, সিংহের দাঁতের অগ্রভাগতুল্য, সেগুলিকে বলে 'সিংহদ্রষ্ট'।

অগ্রভাগ অত্যন্ত ক্ষুরধার যুক্ত যে সব তিরের, সেইগুলি হল 'ক্ষুর'।


চচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচচ


সূত্র : শ্রীমদ্‌বাল্মীকীয় রামায়ণ, ( দ্বিতীয় খণ্ড ), গীতা প্রেস, পৃষ্ঠা ৩৬৪।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন