বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

পরি

পরি 

#
#


প্রণব কুমার কুণ্ডূ

প্রণব কুমার কুণ্ডূ

#

#


পরি ।

অপদেবতা !

#

অপদেবতা

অপকৃষ্ট দেবতা।

দেবতা থেকে হীন

এমন দেবযোনি।

#

তবে

অপদেবতা

দেবতাদেরই

একটা অংশ !

অর্থাৎ দেবাংশ।

#

পরিরা দেখতে

অত্যন্ত সুন্দর।

পরমাসুন্দরী।

শিশুরা

পরিদের খুব প্রিয়।

পরি দিব্যাঙ্গনা।

দেবতারা এদের

আদিকরণ।

#

পরিদের

দুটো ডানা।

আকাশে

উড়তে পারে।

আবার

মাটিতে

ছুটতেও পারে।

#

পরিদের বাসস্থান

নিরিবিলি জায়গায়।

জঙ্গলে।

রূপকথার গল্পে।

#

পরিরা

জলপরি

ফুলপরি

লালপরি

নীলপরি 

আবার

ডানাকাটা পরি।

#

ভূতপ্রেত-এর

সাধনার মতো

পরিদের নিয়েও 

পরিসাধনাও 

করা হয় !

#
#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন