শয়তানের হাড্ডিগুড্ডি
- শয়তানের হাড্ডিগুড্ডিAmlan Sanku DuttaPopi Ghosh Basuএবংআরও 9জনের সাথে।কিন্তু কেন ভুল পড়ানো হয় জানেন কি ?মনে হয় মহাত্মা গান্ধীর জন্য. . ."অহিংসা পরম ধর্ম"কিন্তু আসল পূর্ণ শ্লোকটি হল-"অহিংসা পরম ধর্মধর্মহিংসা তদৈবচ ।"অর্থাৎ, " অহিংসা মনুষ্য জীবনের পরম ধর্ম, এবং ধর্ম রক্ষার স্বার্থে হিংসা করা তার চেয়েও শ্রেষ্ঠ "।মহাত্মা গান্ধী শুধু এই শ্লোকটাই নয়, মহাত্মা গান্ধী হিন্দু ধর্মের একটি প্রসিদ্ধ ভজনকেও পাল্টে দিয়েছিলেন।"#রঘুপতি_রাঘব_রাজারাম" এই ভজনটির আসল নাম ছিল "রাম ধুন", যা খুবই প্রসিদ্ধ ভজন ছিল যেটাকে মহাত্মা গান্ধী বদলে দিয়ে "আল্লাহ" যুক্ত করে দিয়েছিলেন. . . ।গান্ধীজীর দ্বারা পরিবর্তিত ভজনটি হল-রঘুপতি রাঘব রাজা রামপতিত পাবন সীতারাম ।সীতারাম সীতারাম,ভজ প্যারে তু সীতারামঈশ্বর আল্লাহ তেরে নামসবকো সুমতি দে ভগবান ।কিন্তু আসল রামধুন ভজনটি হল-বড় বড় পন্ডিত বক্তা পর্যন্ত এই ভজনটি ভুল গায়, আজ অবধি কেউ ওনাদের বাধা পর্যন্ত দেয়নি. . .শ্রী রামচন্দ্রের জন্য যিনি এই ভজন টি লিখেছিলেন উনার নাম #লক্ষ্মণাচার্য ছিল, এই ভজন টি বিখ্যাত হিন্দু গ্রন্থ "শ্রী নমঃ রামনায়নম্" থেকে নেওয়া হয়েছে ।জয় শ্রী রামজয় হিন্দুরাষ্ট্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন