সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

কোন ব্যক্তি একক নন


কোন ব্যক্তি একক নন


প্রণব কুমার কুণ্ডু


কোন ব্যক্তি একক নন।
তাঁর সঙ্গে পরিবারের গ্রামের সমাজের দেশেরমানুষদের যোগাযোগ থাকে।
বিশ্বের সকল মানুষদের সঙ্গে থাকে যোগাযোগের এবং ভ্রাতৃত্বের বন্ধন।
পর্যায়ক্রমে তা আবার প্রাণিকুলে বিস্তারিত হয়।
আমরা কেউ একক নই। আমাদের অনুভূতিও একক নয়।
আমাদের অনুভূতি দিগন্ত থেকে দিগন্তে বিস্তৃত হয় !



প্রণব কুমার কুণ্ডু                                                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন