চৈতালি চৌধুরির কবিতা
শেয়ার করেছেনঃ প্রণব কুমার কুণ্ডু
Chaitali Chowdhury
রাতের অন্ধকারের মাহাত্ম্যই আলাদা,
ঘনকালো আকাশে তারা গোনার সখ বহুদিনের।
সেই ছোটবেলায় রোজ লোডশেডিং হতো - -
হারিকেন নিয়ে সোজা ছাদে!
পড়ার বই খুলে চলতো গল্প,
আর তারাগোনা!
ঘনকালো আকাশে তারা গোনার সখ বহুদিনের।
সেই ছোটবেলায় রোজ লোডশেডিং হতো - -
হারিকেন নিয়ে সোজা ছাদে!
পড়ার বই খুলে চলতো গল্প,
আর তারাগোনা!
উন্নত সভ্যতা
চারিদিক আলোয় আলো ।
উন্নত মানুষ
উন্নত রাস্তাঘাট!
হারিয়ে গেছে অন্ধকার!
চারিদিক আলোয় আলো ।
উন্নত মানুষ
উন্নত রাস্তাঘাট!
হারিয়ে গেছে অন্ধকার!
তোমরা হয়তো হাসবে,
বলবে,' সময় কোথায়?'
সারাদিন ব্যস্ততা,
আর অবসরে টিভি, ইন্টারনেট।
কিন্তু বিশ্বাস করো..
আজও আমি খুঁজি সেই অন্ধকার,
যেখানে আমি মাতবো তারাগোনার খেলায়।
বলবে,' সময় কোথায়?'
সারাদিন ব্যস্ততা,
আর অবসরে টিভি, ইন্টারনেট।
কিন্তু বিশ্বাস করো..
আজও আমি খুঁজি সেই অন্ধকার,
যেখানে আমি মাতবো তারাগোনার খেলায়।
প্রণব কুমার কুণ্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন