বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

বাইবেলের আংশবিশেষে খ্রিস্টানদের বিবাহবিচ্ছেদ


বাইবেলের আংশবিশেষে খ্রিস্টানদের বিবাহবিচ্ছেদ
#


#
কোন খ্রিস্টান পুরুষ, যদি তার বিবাহিত স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ করতে চায়, তবে সেই পুরুষকে লিখিতভাবে তার স্ত্রীকে জানাতে হবে,  যে,  সে বিবাহবিচ্ছেদ করতে চায় !
শুধু মৌখিকভাবে.  'বিবাহবিচ্ছেদ  বিবাহবিচ্ছেদ  বিবাহবিচ্ছেদ' বললে চলবে না !
স্ত্রী অবিশ্বাসিনী হওয়া ছাড়া, কেউ যদি বিবাহবিচ্ছেদ করে, তাহলে মেয়েটিকে সে ব্যভিচারিণী করে তুলবে ! যে,  সেই মেয়েটিকে বিয়ে করবে, সেও দুষ্ট হবে ব্যভিচারের দোষে !
আর কোন বিবাহিত নারী যদি তার স্বামির সাথে বিবাহবিচ্ছেদ করতে চায়, তাহলে কি করতে হবে,  তা কিন্তু লেখা নেই সেই অংশে !
আর দেখুন, বলা হচ্ছে, যে,  সেই মেয়েটিকে বিয়ে করবে, সেও দুষ্ট হবে ব্যভিচারের দোষে !
'দুষ্ট'।
দোষযুক্ত। দূষিত। অসৎ। মন্দ ( অর্থাৎ, দুষ্টচরিত্র )।
'ব্যভিচার'। অন্যায় বা গর্হিত আচরণ। স্ত্রী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক। কপট আচার। স্খলন।
তাহলে কি খ্রিস্টান ধর্মশাস্ত্রে, বিবাহবিচ্ছিন্না নারীটির পুনর্বিবাহ যাতে না হয়, তার জন্য,  পরোক্ষভাবে বাধার সৃষ্টি হচ্ছে ?
#
#
* সূত্র ; নবসন্ধি, পৃষ্ঠা ০৮, নির্দেশক সংখ্যা ৩১-৩২। ( মথিলিখিত সুসমাচার )।


#
প্রণব কুমার কুণ্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন