পরমাত্মা
প্রণব কুমার কুণ্ডু
পরমাত্মা !
তুমি আমাদের জন্মকৃত সমস্ত কর্মের জ্ঞাতা !
সমস্ত কৃত কর্মের ভালো-মন্দ ফল প্রদানকারী !
পরমাত্মা !
তুমি অমর !
সর্বশ্রেষ্ঠ !
তুমি মহান সৃষ্টিচক্র প্রবর্তনরূপ যজ্ঞের সঞ্চালক !
আমার ওপর ছড়াও তোমার আলোক !
আমি তোমাকে বেদবাণীর মাধ্যমে, অনুনয় বিনয়ের সাথে, প্রসাধিত করছি !
তুমি আমার ইচ্ছা সাধিত করো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন