সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

যম ( দুই )


যম ( দুই )

























প্রণব কুমার কুণ্ডু




যমের পিতা সূর্য।
মাতা সংজ্ঞা।

তবে যম বিমাতা ছায়া কর্তৃক
লালিত-পালিত হন।

যম পিতৃগণের অধিপতি
পিতৃপতি।

প্রেতগণের
রাজা।

শ্রাদ্ধের অধিস্থাতা দেব
শ্রাদ্ধদেব।

যমুনার
ভাই।

দক্ষিণদিকের
দিকপাল।

প্রেতের ধর্ম-অধর্মের বিচারক বলে
ধর্মরাজ বা শুধুই ধর্ম।

যমের মন্ত্রী
চিত্রগুপ্ত।

এসব সত্ত্বেও মরুত্তরাজের যজ্ঞে আহূত যম
রাবণের ভয়ে কাকরূপ ধারণ করেছিলেন !

যমের স্ত্রী
যমী।

অস্ত্র  দণ্ড।
বাহন মহিষ।

যম বিদুররূপে
মর্ত্যে জন্মগ্রহণ করেন।

যুধিস্থির
যমের পুত্র।

নকুল-সহদেব
যমের ভাই অশ্বিনীকুমারদ্বয়ের পুত্র।

সেই হিসাবে যুধিষ্ঠির
নকুল-সহদেবের জ্যাঠা !

যমের দেওয়া ভয়ানক শাস্তি
নরকবাস।


* সূত্র : বঙ্গীয় শব্দকোষ। পৃষ্ঠা ১৮৫২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন