মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

শম-দম


শম-দম



'শম' শব্দটির প্রকৃত অন্তর্নিহিত অর্থ  'আত্মশাসন' !
'শম' এবং 'দম'  দুটো  'ধাতু'-ই  প্রায় সমপর্যারের !
শম্ ধাতুর উত্তর 'ক্ত' প্রত্যয় করে শান্ত !
আর 'দম্' ধাতুর সঙ্গে 'অনট্' প্রত্যয় যোগ করে  'দমন' !
দমন  নিজেকে শাসন !
শমন  অন্যকে শাসন !
মৃত্যু  শরীরের স্বাভাবিক নিয়ম !
মৃত্যু  বিশ্বের ভারসাম্য রক্ষা করে  তাই
মৃত্যু  'শমন' !
যমও  'শমন' !*

শম।
শান্তি। নিবৃত্তি। কাম-ক্রোধ ইত্যাদির উপশম !
চিত্তের স্থিরতা বা সংযম !
বাসনার নিবৃত্তি !

দম।
শাসন। দমন।
ইন্দ্রিয় সংযম !
কুকর্ম থেকে চিত্তের নিবারণ !

দমক।
দমনকারী !
চমকানো !

দমন।
দণ্ড দেওয়া ! শাস্তিদান !
শাসন।
সংযম !
নিবারণ।

দমন।
শাস্ত্রের শাসন।
অনুশাসন।
স্কুল-কলেজে  অন্যত্রও  সব জায়গাতেও  সবার জন্যও  থাকতে হবে  অনুশাসন !

অনুশাসন।
উপদেশ !
শিক্ষা !
আদেশ !
আজ্ঞা !
নির্দেশ !
বিধান !



*সূত্র : শ্রীশ্রীঅানন্দমূর্ত্তির  'আনন্দ রচনামৃতম' !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন