সোমবার, ৭ আগস্ট, ২০১৭

সংগ্রাম


সংগ্রাম



আমরা সাধারণত, আমাদের পারিপাশ্বিক অবস্থার চেয়ে দুর্বল !

ঐ দুর্বল অবস্থার পরিবর্তন করার নাম, সংগ্রাম !

সংগ্রাম !
সম্ ( সঙ্গত ) গ্রাম ( গ্রামবাসী ) যাহাতে !
যে বিবাদে, একশ্রেণির গ্রামবাসিরা মিলিত ! অন্যেরা প্রতিদ্বন্দ্বী !
এটা মুখ্য অর্থ !
গৌণ অর্থ, যুদ্ধ ! সমর ! । লড়াই ! প্রতিদ্বন্দ্বিতা !

সংগ্রামে, কণ্ঠযুদ্ধ করতে হয় !

বন্ধ ডাকতে হয় !

প্রয়োজনে বোমা ছুঁড়তে হয় !

গুলি করতে হয় !

অগ্নিসংযোগ করতে হয় !

ভোজালি চালাতে হয় !

রণঢক্কা বাজাতে হয় !

ইত্যাদি ! ইত্যাদি !



* বি-১০/২১৯।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন