বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

পৈতে ২


পৈতে ২



এক সময়ে ব্রাহ্মণরা পশু-চামড়ার পৈতে পরতেন !   ( হরপ্রসাদ )

এক সময়ে, বিবেকানন্দ,  তাঁর সমস্ত অব্রাহ্মণ গুরুভাইদের,  পৈতে পরানোর চেষ্টা করেছিলেন ! সেইজন্য অনেকগুলি পৈতে কিনিয়ে আনিয়েছিলেন !
বিবেকানন্দ এক সময়ে চেয়েছিলেন, সমস্ত অ-ব্রাহ্মণদের, ব্রাহ্মণে উন্নীত করতে !

শ্রীঅরবিন্দ, মানুষদের, দেবতা বানাতে চেয়েছিলেন !

পৈতে ধারণের অধিকার, শুধু মাত্র, ব্রাহ্মণদের নয় ; অধিকার, ক্ষত্রিয়দের এবং বৈশ্যদেরও !

তবে শূদ্রদের পৈতে ধারণের অধিকার, শাস্ত্রে, শূদ্রদের দেয়া হয় নি !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন