বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

তন্মাত্রা


তন্মাত্রা



তন্মাত্রা।
একটি বস্তুর সূক্ষ্মতম রূপকে  বলা যেতে পারে তন্মাত্রা !
পঞ্চ'ধাতু' দিয়ে তৈরি এই পৃথিবী !
এই পঞ্চধাতুকে আলাদা আলাদা করে বলে, এক একটি,  তন্মাত্রা !

পঞ্চধাতু হল তন্মাত্রা, যা  unmixed,  এবং  unalloyed,  এবং  pure. !






পঞ্চধাতু।
১। ক্ষিতি
২। অপ্
৩। তেজঃ
৪। মরুৎ
৫। ব্যোম
এই পঞ্চভূত !

ভূত।
ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুনিচয়ের মূল উপাদান।

এইসব জেনে শুরু হল
আমার শাস্ত্রবিজ্ঞানের
শাস্ত্রজিজ্ঞাসার
জয়যাত্রা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন