বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

শ্রীলক্ষ্মী


শ্রীলক্ষ্মী



শ্রীলক্ষ্মীর গলায় পদ্মফুলের মালা !
হাতে পদ্মফুল !
দাঁড়িয়ে থাকেন ফুটন্ত পদ্মফুলের ওপর !
শ্রীলক্ষ্মীর চারিধারে পদ্মফুলের গন্ধে মো মো !

শ্রীলক্ষ্মী গজলক্ষ্মী !
শ্রীলক্ষ্মী সমুদ্রতনয়া !

শ্রীলক্ষ্মী ভগবান শ্রীবিষ্ণুর গলায়, টাটকা লাল পদ্মফুলের মাল্য দিয়ে মাল্যদান করে, শ্রীবিষ্ণুর বক্ষে আশ্রয় গ্রহণ করেন !

শ্রীবিষ্ণুর বক্ষে তো আমি, নিজ চক্ষে, শ্রীময়ী শ্রীলক্ষ্মীকে দেখি নি !

ছবিতে যখনই ওঁদের দু'জনকে একসাথে দেখি, দেখি, তখনই শ্রীমতী শ্রীলক্ষ্মী, কেবলই নিবিষ্ট একমনে, শ্রীবিষ্ণুভগবানের দুই পা টিপে চলেছেন ! দুই পা টিপে চলেছেন !

ঐ ছবি দেখে কি বাঙালি বধুরা, কিছু, কিংবা কোন, শিক্ষা নিয়েছেন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন