রামানুচার্যের মূর্তি
শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডু
Pradip Roy · 13 ঘণ্টা
#StatueOfEquality
মাত্র কয়েকদিন পরে, আগামী ৫'ই ফেব্রুয়ারী #সন্ত_রামানুচার্যের ১০০৩'তম জন্মবার্ষিকীতে গোটা বিশ্বের সামনে উন্মোচিত হবে Statue of Equality'এর আবরণ। ২১৬ ফুটের এই মূর্তিটি একাদশ শতাব্দীর সাধক ও দার্শনিক সন্ত রামানুচার্যের। এটিই হতে চলেছে বিশ্বের #দ্বিতীয়_বৃহত্তম_মূর্তি।
হায়দ্রাবাদের কাছেই শামশাবাদে ৪৫ একর জমির উপরে স্থাপিত এই মূর্তিকে ঘিরে এখন থেকেই তুমুল কৌতূহলের সৃষ্টি হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই মূর্তির আবরণ উন্মোচন করবেন।
মূর্তিটি পঞ্চলোহায় নির্মিত,সেগুলি হল- সোনা, রুপো, তামা,পিতল ও দস্তা। মূর্তির চারপাশে ১০৮টি কালো পাথরে খোদাই করা ছোটো মন্দিরও থাকবে। ভিতরের কক্ষে থাকবে আরও একটি মূর্তি, সেটি তৈরি হয়েছে ১২০কেজি সোনা দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন