সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

 

ঘরের মধ্যে প্রস্রাব : 

শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডু





















চৌকির নিচে রাখা গামলায় রাতের বেলা প্রস্রাব করা নবীর সুন্নত। কোন মুসলমান এই সুন্নত পালন করতে চান ? শুধু দাড়ি রাখার সুন্নত পালন করলেই কি খাঁটি মুসলমান হওয়া যায় ?সহীহ মুসলিম হতে হলে এসব সুন্নতও পালন করতে হবে।
যে টেক্সটে 'ঘরের মধ্যে প্রশাব করতেন নবী নবী মুহাম্মদ ঘরের মধ্যেই প্রশাব করতেন। সারারাত সেই প্রশাব ঘরের মধ্যেই থাকতো, গন্ধ ছড়াতো। তার মধ্যেই ঘুমাতেন নবী, তার স্ত্রীর সাথে সহবতও করতেন সেই গন্ধ নিয়ে। গ্রন্থের নাম: মিশকাতুল মাসাবীহ (মিশকাত) হাদিস নম্বর: (362) অধ্যায়: পর্ব-৩: পবিত্রতা পাবলিশারঃ হাদিস একাডেমি পরিচ্ছদ: ২.দ্বিতীয় অনুচ্ছেদ- আদাব উমায়মাহ বিনতু রুক্ায়ক্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খাটের নিচে একটি কাঠের গামলা ছিল। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাতে এতে প্রস্রাব করতেন। (আবু দাউদও নাসায়ী)(1) (1) সহীহ আবু দাউদ ২৪, নাসায়ী ৩২, সহীহুল জামি' ৪৮৩২ হাদিসের মান: সহিহ (Sahih) গ্রন্থের নাম: সনান আব দাউদ' লেখা আছে-এর একটি ছবি হতে পারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন