শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

ভারতবর্ষ একটি সেকুলার দেশ !


ভারতবর্ষ একটি সেকুলার দেশ !




প্রণব কুমার কুণ্ডু



















প্রণব কুমার কুণ্ডু


ভারতবর্ষ একটি সেকুলার দেশ !
এখানে মুসলমানদের জন্য আলাদা গোরস্থান, খ্রিস্টানদের জন্যে আলাদা বেরিয়াল-গ্রাউন্ড থাকবে কেন ?
অথচ দুটোই তো আব্রাহামিক রিলিজিয়ন !
দুই দলকেই কি একই কবরস্থানে, কবর দেওয়া যায় না ?

মরে যাবার পরে তো সব ধর্ম একাকার হয়ে যায় !

কোন হিন্দুর মৃতদেহ যদি হিন্দুরা মুসলমানদের কবরস্থানে সমাধিস্থ করতে চায়, তাদের তা করতে দেওয়া হবে কি ?
পক্ষান্তরে খ্রিস্টানদের গ্রেভিয়ার্ডে ?

শ্মশানে তো সব মৃতদেহকেই পোড়ান যায় !
কোন মুসলমানের শবদেহ পোড়াতে চাইলে, পোড়ান যায় !
কোনো খ্রিস্টান-এর মরদেহ দাহ করতে চাইলে, দাহ করা যায় !

আবার হিন্দুদের মৃতদেহ দাহ করার সময়, জাতিবিভাগ বা বর্ণবিভাগ ( ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শূদ্র ) বা লিঙ্গবিভাগ করা হয় না !
শূদ্রতর ব্যক্তির মৃতদেহও সেখানে পোড়ান হয় !

হিন্দুদের শ্মশানে বা মহাশ্মশানে, মৃত্যুর দেবতা যমরাজের,  এবং, পূর্বতন সূর্যবংশীয় রাজা, এবং পরবর্তিতে,  শ্মশান-চণ্ডাল হরিশ্চন্দ্রের, মূর্তি বসানো হয় না কেন ?
আর যেহেতু সনাতন ধার্মিক সভ্যতার প্রতিভূ,  হিন্দুরা,  পুনর্জন্মে বিশ্বাসী, তাই সৃষ্টির-দেবতা, প্রজাপতি পিতামহ ব্রহ্মাজির মূর্তি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন