সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস


করোনা ভাইরাস
#
#
প্রণব কুমার কুণ্ডু
#
#
যতই যা বলো
যতই বাড়ির বাইরে বেরলে নাকে-মুখে পট্টি বাঁধো
রাস্তায় অন্য লোকদের থেকে আন্তত ১৩ ফুটের দূরত্ব রাখো
হাত বারেবারে সাবান দিয়ে কব্জি পর্যন্ত ধোও !
#
#
তোমার শরীরের ইমিউনিটি সিস্টেম যথাযথ কার্যকারী না থাকলে
পুরোপুরি সফলতার সম্ভাবনা কম !
আর শরীরে রক্তাল্পতা থাকলে
রক্তের শ্বেত-কণিকার
ফ্যাগোসাইটিক য়্যাকশন থেকেও সুরক্ষা কম পাবে !
#
#
ডিটারজেন্টের বেশি ব্যবহারে
হাতের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে !
#
#
অত বারেবারে হতে সাবান দিয়ে হাত ধুচ্ছ
হাতে-নখে ফাংয়াল ইনফেকশনের সম্ভাবনা বাড়বে !
আর সাবানের সঙ্গে গরম জল দিয়ে হাত ধোওয়ার কথা কেউ বলছে না !
এখন অধিকাংশ সাবানেই ডিটারজেন্ট থাকে।
আগেকার কেমিক্যাল সোপ এখন বলতে গেলে পাওয়াই যায় না !
সেই সাবানে আগে অনেক উচ্চমাত্রায় টিএফএম থাকত !
কোথাও আবার কেমিক্যল সোপেও ডিটারজেন্ট মিশ্রিত থাকে !
#
#
ডিটারজেন্টের বেশি ব্যবহার
হাতের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে !
চামড়ার অসুখও দেখা দিতে পারে !
#
#
সবচেয়ে বড়ো কথা মনের জোর রাখো !
তোমার মনই তোমার আসল শক্তি।
মনের জোরেই ক্রাইসিস অতিক্রম করো !
#
#
গরম জলের বাষ্প নাক-মুখ দিয়ে ইনহেল করলে
করোনার ভাইরাস নাক-মুখ-গলায়-শ্বাসযন্ত্রে থাকলে
তা অকার্যকারী হবে !
করোনা ভাইরাস গরম জলের বাষ্পে
সুস্থিত অবস্থা্য় অটলভাবে থাকতে পারে না !
#
#
বেশ বড়ো গেলাস-ভর্তি বেশ উষ্ণ খাওয়ার জল
একটু একটু করে খানিকক্ষণ ধরে পান করলে
করোনা ভাইরাস অক্ষম হয়ে পড়বে !
দিনে বার তিনেক তুমি তা করতে পার !
#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন