শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

বরুণ


বরুণ












প্রণব কুমার কুণ্ডু



বরুণ।
জলাধিপ দেবতা।
তিনি আবার পশ্চিম দিকের অধিপতি।

বরুণ প্রাচীন বৈদিক দেবতা। অনেক সময়,  'মিত্র' দেবতার সঙ্গে বরুণ দেবতার.  একসাথে উল্লেখ করতে দেখা যায় !

বরুণ দ্বাদশ আদিত্যের অন্যতম !

ভাগবতে ঋষি বাল্মীকি, বরুণের পত্নী চর্ষণীর গর্ভজাত সন্তান !

অগ্নির সাথে বরুণের সখ্যতা !

খাণ্ডব-দাহনে, ( ইন্দ্রপ্রস্থের নিকটে যমুনাতীরের বনবিশেষ ),  শ্রীকৃষ্ণের সহায়তার জন্য, বরুণ শ্রীকৃষ্ণকে
সুদর্শন চক্র
ও কৌমুদী
গদা প্রদান করেন !

খাণ্ডব-দাহনে, শ্রীঅর্জুনের সহায়তার জন্য, বরুণ আবার শ্রীঅর্জুনকে
গাণ্ডীব ধনু
অক্ষয় তূণীরদ্বয়
ও কপিধ্বজ রথ
প্রদান করেছিলেন !

অন্যদিকে আবার শ্রীরাম, শ্রীপরশুরামের দর্পচূর্ণ করে, পরশুরামের বৈষ্ণবধনু, বরুণকে দিয়েছিলেন !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন