রামায়ণ ও মালদীপ
প্রণব কুমার কুণ্ডু
'সর্বেশ্বরের' লেখায়, 'মালদীপ' কে, লঙ্কা প্রমাণ করা হয়েছে।
কিছু মানুষ, মালদীপকে, 'ধ্বস্ত', 'মজ্জিত' , এবং দুর্জ্ঞেয় বলেও , মনে করতেন।
* ' শ্রীমদ্বাল্মীকীয় রামায়ণ ' , পৃষ্ঠা ৯, গীতা প্রেস।
দ্বিতীয় পর্যায়ে জিতে, মোদিজি, সর্বপ্রথম, এই মালদীপে সফর করতে গিয়েছিলেন !
মোদিজির ইচ্ছা, মালদীপ থেকে ভারতের কেরালা প্রদেশ পর্যন্ত, একটি নৌ-চলাচল ব্যবস্থা, নিয়মিত ভাবে, প্রবর্তন করেন।
প্রসঙ্গত উল্ল্যেখযোগ্য, বর্তমানে মালদীপ একটি মুসলিম দেশ। ওখানে অ-মুসলিমদের ভোটাধিকার নেই !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন