বিবাহিত নারী তাঁর স্বামির ভাগ্য লাভ করে
প্রণব কুমার কুণ্ডু
পিতা মাতা ভ্রাতা ত্রাতা পুত্র পুত্রবধূ প্রভৃতিরা, প্রত্যকেই তাঁদের নিজ নিজ পুণ্য ভোগ করে, তাঁদের নিজ নিজ ভাগ্য অনুসারে চলে !
তবে বিবাহিত নারী, তাঁর স্বামির ভাগ্যও লাভ করে !
* সূত্র : 'শ্রীমদ্বাল্মীকীয় রামায়ণ', পৃষ্ঠা ২৫৮, শ্লোক ৪ ও ৫, গীতা প্রেস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন