সোমবার, ৮ জুলাই, ২০১৯

তপস্বীদের প্রকার ভেদ


তপস্বীদের প্রকার ভেদ



প্রণব কুমার কুণ্ডু                                                                 










বৈখানস ( বাণপ্রস্থ বা বাণপ্রস্থ-সম্বন্ধীয়। )
বালখিল্য ( আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ, সংখ্যায় তাঁরা ছিলেন ষাট হাজার। )
সম্প্রক্ষাল ( সম্যক রূপে প্রক্ষালন। )
মরীচিপ ( শুধুমাত্র চন্দ্রকিরণ পানকারী। )
পত্রাহারী
উন্মজক ( সর্বদা আকণ্ঠ জলে ডুবে, তপস্যাকারী। )
পঞ্চাগ্নিসেবী
বায়ুভক্ষী
জলভক্ষী
স্থণ্ডিলশায়ী ( যজ্ঞস্থলের মাটির উপরে অথবা ভূমিশয্যায় শয়নকারী। )
আকাশনিলয়ী
ঊর্ধ্ববাসী
প্রভৃতি !


বাল্মীকি রামায়ণ, গীতা প্রেস, পৃষ্ঠা ৮।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন