মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

অযোধ্যাপুরী


অযোধ্যাপুরী




প্রণব কুমার কুণ্ডু                                                                










অযোধ্যাপুরী। তিন যোজন বিস্তৃত !
এক যোজন = চার ক্রোশ পরিমাণ দূরত্ব।
ক্রোশ = ৮০০০ হাত বা দুই মাইলের কিছু বেশি দীর্ঘ পথ-পরিমাণ।
দুই যোজন বিস্তারের মধ্যেই, সার্থকনামা বলে প্রকাশিত অযোধ্যাপুরী ; যাকে যুদ্ধদ্বারা জয়করা ছিল অসম্ভব !
সেই অযোধ্যাপুরী কিন্তু মুসলমানেরা জয় করে দেখিয়ে দিয়েছিলেন !



* বাল্মীকি রামায়ণ, গীতা প্রেস, পৃষ্ঠা ২০, শ্লোক ২৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন