Pinaki Kumar Das
পূর্নিমা শীলের কথা মনে আছে বাহে?
মনে না থাকলে তসলিমা নাসরীনের "লজ্জা"তে লিখা এই অংশটুকু পড়ে দেখতে পারেন।
মনে না থাকলে তসলিমা নাসরীনের "লজ্জা"তে লিখা এই অংশটুকু পড়ে দেখতে পারেন।
"পূর্ণিমাকে ধর্ষণ করছে এগারোটি মুসলমান পুরুষ ভরদুপুরে ।
ধর্ষণ করেছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু ।
পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠানে ফেলেন ধর্ষণ করেছে ওরা ।
পূর্ণিমার মাকে খুটিতে বেধেঁ রেখেছে,
চোখদুটো খোলা মার , তিনি দেখতে পাছেছন
তার কিশোরী কন্যার বিস্ফোরিত চোখে
যন্ত্রনা কাতর ।
ধর্ষণ করেছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু ।
পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠানে ফেলেন ধর্ষণ করেছে ওরা ।
পূর্ণিমার মাকে খুটিতে বেধেঁ রেখেছে,
চোখদুটো খোলা মার , তিনি দেখতে পাছেছন
তার কিশোরী কন্যার বিস্ফোরিত চোখে
যন্ত্রনা কাতর ।
পূর্ণিমার বোনটি উপুড় হয়ে পড়ে আছে মাকে শক্ত করে ধরে ।
উঠোনের হুড়োহুড়ি, পূর্ণিমার মা পাথর কন্ঠে মিনতি করছেন , 'বাবারা, একসাথে না , একজন একজন কইরা যাও ওর কাছে।'
এগারোটি উত্তেজিত পুরুষাঙ্গ তখন ধর্মের নিশান উড়ছে
পূর্ণিমার কান্না ছাপিয়ে পূর্ণিমার মা'র, গ্রামের কুলবধূটির তুমুল কান্নায় দুপুর দ্বিখন্ডিত , তিনি ভিক্ষে চাইছেন বাবাদের কাছে,
'যা করার আমারে করো , ওরে ছাইড়া দেও। '
পূর্ণিমাকে ছেড়ে দেয়নি ,পূর্ণিমার মাকেও দেয়নি , ছ' বছরের ছোট বোনটিকেও দেয়নি।"
উঠোনের হুড়োহুড়ি, পূর্ণিমার মা পাথর কন্ঠে মিনতি করছেন , 'বাবারা, একসাথে না , একজন একজন কইরা যাও ওর কাছে।'
এগারোটি উত্তেজিত পুরুষাঙ্গ তখন ধর্মের নিশান উড়ছে
পূর্ণিমার কান্না ছাপিয়ে পূর্ণিমার মা'র, গ্রামের কুলবধূটির তুমুল কান্নায় দুপুর দ্বিখন্ডিত , তিনি ভিক্ষে চাইছেন বাবাদের কাছে,
'যা করার আমারে করো , ওরে ছাইড়া দেও। '
পূর্ণিমাকে ছেড়ে দেয়নি ,পূর্ণিমার মাকেও দেয়নি , ছ' বছরের ছোট বোনটিকেও দেয়নি।"
হ্যাঁ, সেই পূর্নিমা রানী শীলের কথাই বলছি। অপরিসীম প্রানশক্তি নিয়ে যে মেয়েটি জন্ম নিয়েছিল, তাকে রুখার সাধ্য কার আছে? এই পূর্নিমাই জীবনযুদ্ধে হার না মানা সেই যুবতী। এক জীবন্ত মটিভেশন তাদের জন্য- যারা পান থেকে চুন খসলেই আত্মহত্যার জন্য মনস্থির করে ফেলেন।
আপনারা পূর্নিমাকে দেখে শিখে রাখুন,"জীবন অতীব সুন্দর।" পূর্নিমার মত আপনারাও জীবনের সকল আনন্দ নিয়ে বাঁচতে শিখুন। ওর মতই ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে জন্ম নিতে শিখুন।
এইবার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমাদের শেষ হয়ে যাওয়া জীবনের নতুন করে জয়গান গাওয়া পূর্নিমা ।
মাননীয় দেশরত্ন শেখ হাসিনা, আমি মনেপ্রানে বিশ্বাস করি, আপনি পূর্ণিমা রানী শীলের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। পূর্নিমার (Odhora Rani) জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা-শুভকামনা।❤🎺🎷📣❤
ইতি- Ameer Hassan
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন