মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

ভারত নামক দেশ


ভারত নামক দেশ


 ফেসবুক থেকে       শেয়ার করেছেন         প্রণব কুমার কুণ্ডু


প্রণব কুমার কুণ্ডু









নেতারা চীনা পণ্য বয়কটের ডাক দিচ্ছেন আর তিন হাজার কোটী খরচ করে প্যাটেলের মুর্তি বসাচ্ছে ঐ চীনের কাছ থেকে কিনে।

প্যাটেলের অবদান--
নৌবিদ্রোহীদের সামনে গিয়ে দাড়িয়ে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান। বিদ্রোহীরা ৮০ টার মধ্যে ৭৮ টা জাহাজ দখল করেছিলো।
সেনারা অস্ত্র নামিয়ে রাখলে সশস্ত্র সাদা সেনারা ওদের ঘিরে ফেলে। বিদ্রোহীদের নেতা এম এস খানকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হয়।
১৯৪৪/৪৫ সালে আজাদির বিরোধিতা আর ১৯৪৬ এর গোড়ায় আজাদি সেনা বিচারে গণবিষ্ফোরন দেখে আজাদিকে সমর্থন করে একের পর এক জনসভা করে জনসমর্থন নিজেদের দিকে টেনে নেওয়া।
তারপর সব নৌসেনা ও আজাদি সেনাকে পথের ভিক্ষুক তৈরী করা।
স্বাধীনতা হলো, অসংখ্য ছিট মহল নিয়ে, ব্যাকাচোরা সীমান্ত তৈরী করে কারুর বসত হিন্দুস্তান ও বাথরুম পাকিস্তান। এ রকম উন্মাদের সীমানা কোন দেশের নেই। উদ্দেশ্য পাকাপাকি লড়াইয়ে ব্রিটিশ পরিত্যক্ত অস্ত্রের পাকা বাজার।
তার উপর অসংখ্য স্বাধীন রাজ্য নিয়ে। যেগুলো ১৬ই আগষ্ট ১৯৪৭-এই নিয়ে নেওয়া যেত।
পর্তুগিজদের তাড়াতে ১৪ বছর লেগে গেলো। অথচ সীমান্তে ওরা গ্রামবাসীদের উপর কি রকম অত্যাচার করতো, তা দেখতে ইউ টিউবে সাত হিন্দুস্তানী দেখুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন