শুক্রবার, ১ মার্চ, ২০১৯

ধ্যান অনুধ্যান এবং জীবনের অনুষ্ঠান


ধ্যান অনুধ্যান এবং জীবনের অনুষ্ঠান





প্রণব কুমার কণ্ডু




দুই ভুরুর মাঝখানে
মনটাকে
ধরে রাখতে হবে !
ওখানে যে 'আমি' সত্তাটি আছে
সেই আমি সত্তা
বোধ করতে হবে !
'চেষ্টা' করতে হবে !
চেষ্টা করেই যেতে হবে !

প্রথম প্রথম
সেটা করা যাবে না !
চেষ্টা
চালিয়ে যেতে হবে !
আবার সেই আমি সত্তায়
মনটা রাখতে হবে !
এটা নিত্য কর্মের
প্রথম ধাপ !

দুই ভুরুর মাঝখানে
আমি সত্তার অধিষ্ঠান !
ওই আমি সত্তার সাথে
যখন মনের অনুভব
মিলে মিশে
এক হয়ে যাবে
তখন হবে
আসল কাজ আরম্ভ হবে !

তারপর কোন মূর্তি
ভেসে আসবে !
আমি সত্তার সেই 'আমি'
সেই মূর্তিতেই থাকবে !
সেটা হবে
আত্মার অনুভূতি !
সেই অনুভূতি
চালিয়ে যেতে হবে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন