ই দিনে
5 বছর আগে
হাতে শাঁখা পলা খারু ও মাথায় সিঁদুর
ফেসবুক থেকে শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
Rupok Roy
হিন্দু বিবাহিতা নারীদের শাঁখা-সিঁদুর-খারু-পলা ব্যবহার করার কারণ:
এ ব্যাপারে যেকোনো হিন্দু মহিলাকে জিজ্ঞেস করলেও তাদের এক জবাব, জানি না, তবে স্বামীর মঙ্গলের জন্য পরি। স্বামীর মঙ্গল তো অবশ্যই, তবে তার চেয়ে বেশি নিজের মঙ্গল, পোস্টটা পড়লে ডিটেইলস জানতে পারবেন।
প্রথমেই বলি, জ্যোতিষ শাস্ত্রে আমার কিছু জ্ঞান রয়েছে এবং জ্যোতিষ বিদ্যার দৃষ্টিকোণ থেকে হিন্দু বিবাহিত মহিলাদের শাঁখা-সিঁদুর-খারু-পলা ব্যবহার করার সুনির্দিষ্ট কারণ রয়েছে। এখানে আরও বলে রাখি জ্যোতিষ বিদ্যা হচ্ছে বেদ এর একটি অংশ এবং একারণেই প্রথমত হিন্দু বিবাহিত মহিলারা ধর্মীয় কারণে শাঁখা সিঁদুর খারু পলা পরিধান করে থাকে। কিন্তু শুধু বিশ্বাসের কারণেই এই পরিধান নয়; এগুলোর ব্যবহারের পেছনে রয়েছে সুনির্দিষ্ট বাস্তব উপকারিতা, যেগুলো আমি নিচে বর্ণনা করার চেষ্টা করছি:
১। শাঁখা : জ্যোতিষ শাস্ত্রে মুক্তা হচ্ছে চন্দ্রের প্রতীক। মুক্তা ব্যবহার করলে- মাথা ঠাণ্ডা থাকে, রূপ লাবন্য বৃদ্ধি পায়, মানসিক বিষন্নতা দূর হয়, মেয়েলী রোগ প্রতিরোধ করে – সাদা শাঁখাও এই একই কাজ করে। মূলত মেয়েদের মাথা ঠাণ্ডা রেখে সুখে সংসার ধর্মপালন করতে শাঁখা মেয়েদেরকে সাহায্য করে। তাই যেসব আল্ট্রা মডার্ন মহিলারা সাদা শাঁখাকে সোনায় মুড়ে পরিধান করেন, তারা শাঁখার উক্ত উপকারগুলো থেকে যে বঞ্চিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই সর্বোচ্চ উপকারিতা পেতে হলে শাঁখাকে তার আসল রূপেই ব্যবহার করতে হবে।
২। সিঁদুর ও পলা : জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল গ্রহ হচ্ছে সকল প্রকার দুর্ঘটনার কারণ। তাই মঙ্গলের দশা চললে জীবনে নানা রকম দুর্ঘটনা ঘটতে থাকে। যারা বিজ্ঞান পড়েছেন, তারা জানেন যে মঙ্গল গ্রহের রং লাল। তাই অশুভ মঙ্গলের প্রভাব থেকে বাঁচার জন্য জ্যোতিষীগণ লাল রং এর প্রবাল পাথর যা রক্ত প্রবাল নামে পরিচিত তা ব্যবহার করতে বলেন। শুধু লাল রং এর পাথরই নয়, লাল বর্ণের যেকোনো বস্তু বা পোষাক পরিধান করলেও মঙ্গলের এই অশুভ প্রভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এ কারণেই প্রাচীন হিন্দু মনীষীগণ হিন্দু বিবাহিত মহিলাদের লাল রং এর চুড়ি যা পলা নামে পরিচিত এবং লাল রং এর সিঁদুরব্য বহার করার নির্দেশ দিয়েছেন, যাতে তারা সংসার জীবনে অশুভ মঙ্গলের প্রভাবে নানা রকম দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করে সাংসারিক জীবনে শান্তিতে থাকতে পারে। এই একই কারণে ভারত উপমহাদেশে মেয়েদের বিয়ের পোষাকের রং লাল; যাতে বিবাহের মতো একটি শুভ অনুষ্ঠানে মঙ্গলের অশুভ প্রভাব না পড়ে এবং দম্পতি একটি শুভ সময়ের মাধ্যমে তাদের দাম্পত্য জীবন শুরু করতে পারে। এছাড়াও মহাভারত থেকে প্রাপ্ত তথ্যমতে, বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস হলো সিঁদুর এবং এর মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যা নিয়মিত ব্যবহারের ফলে সেই রাসায়নিক উপাদানগুলো ত্বকের ভেতর প্রবাহিত হয়ে রক্তের সাথে মিশে মেয়েদের ঋতুচক্রকালীন যে ক্ষয় তার কিছুটা পূরণে সাহায্য করে। এছাড়া ও রক্ত প্রবাল ব্যবহারে মানুষের ধৈর্য, সাহস, মনোবল বৃদ্ধি পায়। চাকুরি স্থলে যোগ্য পদ লাভ হয়, স্বাস্থ্যহানী ও দুর্ঘটনা থেকে তো রক্ষা করেই। সিঁদুর ও পলার ব্যবহার, এই বিষয়গুলোতেও সাহায্য করে। আজকাল অনেক মহিলা শাঁখা ব্যবহার করলেও পলা ব্যবহার করে না। তারা নিজের অজ্ঞাতেই যে নিজের ক্ষতি করে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।
৩। খারু : শনির দশায় পড়লে মানুষের যে কি দূরবস্থা হয় তা বোধহয় আর কাউকে ব্যাখ্যা করে বলতে হবেনা। বিদ্রোহ, ফাটল, ক্ষয়-ক্ষতি, লোকসান, ধ্বংস, দাম্পত্যকলহ, বিচ্ছেদ, দারিদ্রতা, অকারণ শত্রুতাসহ সকল দুঃখ-কষ্টের কারণ শনি। শনির দশায় পড়ার আগেই মানুষ যদি নীলা পাথর ব্যবহার শুরু করে তাহলে এই সব ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পায়। কিন্তু কখন শনির দশা শুরু হবে সেটা যেহেতু অভিজ্ঞ জ্যোতিষীগণ ছাড়া কেউ জানেনা, তাই প্রায় সকলকেই অশুভ শনির প্রভাবে জীবনে এক বার বা দুবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই অশুভ শনিকে কিছুটা শান্ত রাখতে পারে তামা বা লোহা। একারণেই তামা এবং লোহার মিশ্রণে বা শুধু লোহা দিয়ে একধরণের চুড়ি তৈরি করা হয় যা খারু নামে পরিচিত। এটা নিয়মিত পরিধান করলে অশুভ শনির কবল থেকে হিন্দু বিবাহিত মহিলারা নিজেদের কিছুটা হলেও রক্ষা করে সাংসারিক শান্তি বজায় রাখতে পারে। অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন জন্মের পর ছোট ছোট বাচ্চাদের হাতে লোহার চুড়ি পরিয়ে দেওয়া হয়, এর মূল কারণ কিন্তু শনির ভয় এবং তা থেকে বাচ্চাদের রক্ষা করা। আজকাল অনেক মহিলাই খারু ব্যবহার করেন না, তারা যে নিজেদের কি পরিমান ঝুঁকির মধ্যে রেখেছেন তা তারা নিজেরা জানলে শিউরে উঠতেন।
শাখা-সিঁদুর ও খারু ব্যবহার করার বৈজ্ঞানিক কারণ :
রক্তের ৩টি উপাদান – শাঁখায় ক্যালসিয়াম, সিঁদুরে মার্কারি বা পারদ এবং লোহায় আয়রণ আছে। রক্তের এ্ই ৩টি উপাদান মেয়েদের ঋতুস্রাবের সাথে বের হয়ে যায়। তাই এই তিনটি জিনিস নিয়মিত পরিধানে রক্তের সে ঘাটতি কিছুটা হলেও পূরণে সহায়তা করে।
সামাজিক কারণ :
হিন্দু মেয়েরা বিয়ের পর মাথায় সিঁদুর, হাতে শাখা, খারু, পলা এবং ভারতের কোনো কোনো জায়গায় এসবের সাথে গলায় মঙ্গল সূত্র প’রে থাকে। এ থেকে বোঝা যায় যে মেয়েটি বিবাহিতা। ফলে প্রথম দর্শনেই কারো ভালো লেগে গেলেও, অনিচ্ছাকৃত পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা হিন্দু বিবাহিতা নারীদের ক্ষেত্রে খুবই কম এবং এতে বিয়ের পর, পর পুরুষের সাথে হৃদয় ঘটিত ব্যাপারে সাংসারিক জটিলতা যে অনেক কমে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটাই হলো হিন্দু বিবাহিতা মহিলাদের শাঁখা-সিঁদুর পরিধানের বাস্তব কারণ।
মোটামুটি এই হলো হিন্দু বিবাহিতা মহিলাদের শাঁখা-সিঁদুর-খারু-পলা ব্যবহারের কারণ। এর ফলে হিন্দু বিবাহিতা মহিলাদের জীবন হয়েছে সুরক্ষিত। তাদের জীবনে নেই কোনো ডিভোর্স বা তালাকের ভয়। এই একই কারণে হিন্দু বিবাহিতা মহিলাদের সাংসারিক জীবনও অন্যান্য ধর্মের মহিলাদের তুলনায় তুলনামূলক বেশি সুখের। এক কথায় বলা যায় শাঁখা-সিঁদুর-খারু-পলা একজন হিন্দু বিবাহিতা মহিলার সংসার জীবনের রক্ষা কবচ।
জয় হিন্দ।
জয় শ্রীরাম।জয় শ্রীকৃষ্ণ।
শেয়ার করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন