বুধবার, ৫ অক্টোবর, ২০২২

হবিবুর রহমান

 

ইতিহাসের পাতা থেকে।

নেতাজী সুভাষ বোসের মৃত্যু অথবা নিখোঁজের পেছনেও ইসলামিক শক্তিই ছিলো, অবাক লাগছে? তবে শুনুন, বোসের নিখোঁজের সেই অভিশপ্ত বিমানের শেষ ভারতীয় সঙ্গী হাবিবুর রহমান, 1945 এ সেই বিমান ধ্বংসে নেতাজী নিখোঁজ হলেও হাবিবুর বহাল তবিয়তে ভারতে ফেরেন, পরে 1947-48এ এই হাবিবুর রহমানই কাশ্মীরের রাজা হরিসিং এর বিরুদ্ধে সেনা বিদ্রোহ করে বিদ্রোহী ইসলামিক সেনার নেতৃত্ব দেন, কাশ্মীর রাজের হিন্দু সেনাপ্রধানকে হত্যা করে ভিম্বেক শহর দখল করেন, পরে পাকিস্তানি বাহিনী কাশ্মীরে প্রবেশ করলে তাদের নিজ স্বেচ্ছাসেবী ইসলামিক সেনা সহ সর্বোচ্চ সাহায্য করেন, এবং যুদ্ধ শেষে বিজয়ী রূপে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান পান, সারাজীবন পাকিস্তানে কাটিয়ে শেষ জীবনে পাকিস্তানের মাটিতেই প্রাণ ত্যাগ করেন!

এই ঘটনার ইতিহাস সবার জানা থাকলেও এ নিয়ে 70 বছর কোন আলোচনায় রাজি হয়না নেহেরু পরবর্তী কংগ্রেস সরকার, হাবিবুর রহমানকে মুছে ফেলার সর্বোচ্চ চেষ্টা হয় যাতে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে না বের হয়, আর এই হাবিব প্রথম জীবনে কে ছিলেন? এক ব্রিটিশ সেনা অফিসার, যাকে জাপান যুদ্ধে বন্দি করে, পরে রাসবিহারীর চেষ্টায় তাকে আজাদ হিন্দ বাহিনীতে যুক্ত হওয়ার চুক্তি করানো যায়!
ইসলামিকরা জানতো সুভাষ ফিরলে পাকিস্তান কোনোদিন হবেনা, তাতে তাদের ও নেহেরুর দুইয়েরই স্বার্থহানি, তাই সর্বোচ্চ শত্রুকে সরানো হয় পুরো পরিকল্পনা করে।

আমার একটা তথ্যও ভুল বা অবিশ্বাস্য মনে হলে, হাবিবুর সম্বন্ধে যে কোন বই, উইকিপিডিয়া, গুগল এর সাহায্য নিতে পারেন, কিন্তু দয়া করে নিজ রাষ্ট্রের আসল শত্রুদের মন থেকে চেনার প্রয়াস করুন, সাথে ভাবুন, ভাবা প্র্যাক্টিস করুন...

ভারত মাতা কি জয়।
7টি কমেন্ট
26 বার শেয়ার করা হয়েছে





শেয়ার করছেন : প্রণব কুমার কুণ্ডু


 ·


  • কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন