সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

দক্ষিণ ভারতের গুডিমল্লমের এক বিখ্যাত মন্দিরের বিখ্যাত শিব

 দক্ষিণ ভারতের গুডিমল্লমের এক বিখ্যাত মন্দিরের বিখ্যাত শিব


শেয়ার করেছেন :- প্রণব কুমার কুণ্ডূ








দক্ষিণ ভারতের গুডিমল্লমের এক অখ্যাত শিব মন্দিরের নীচে এক রহস্যময় পাতাল নগরির অবস্থান। জল, সূর্যালোক এবং মানুষের প্রবেশেরও সুবন্দোবস্ত রয়েছে। তবে যে নয়টি পাতালে প্রবেশ দ্বার রয়েছে, তা দিয়ে কোনো স্বাভাবিক মানুষ প্রবেশ করতে পারে না। সব থেকে রহস্যময় এই মন্দিরের বিগ্রহ। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে পাথর দিয়ে এই বিগ্রহ তৈরি, তা পৃথিবীতে পাওয়া যায় না। শিব পুরান মনে এই পাথর শিবলোক থেকে এসেছে। ইলোরার কৈলাশনাথ মন্দির একটি পাহাড় কেটে তৈরি। সে সময়ে এতো উন্নত প্রযুক্তি ছিলো না। বিদেশী গবেষকরা মনে করেন এই মন্দির যে যন্ত্রের দ্বারা তৈরি, তার উল্লেখ শিব পুরানে আছে।
রুদ্রাক্ষের মধ্যে যে পারমানবিক বিজ্ঞানের রহস্য আছে, তা নিয়েও গবেষণা চলছে। সুমের, মিশর, সিন্ধু, ইনকা, আজটেক, মায়া এসব প্রাচীন সভ্যতা অনেক রহস্যের বীজ লুকিয়ে রেখে গেছে। যা নতুন করে আবিষ্কার করা অত্যন্ত প্রয়োজন।
ছবিতে থাকতে পারে: যে টেক্সটে 'দক্ষিণ ভারতের গুডিমল্লমের এক অখ্যাত শিব মন্দিরের নীচে এক রহস্যময় পাতাল নগরির অবস্থান। @kd' লেখা আছে
6
লাইক করুন
কমেন্ট করুন
কমেন্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন