সর্ত লঙ্ঘন করার অপরাধে অর্জুনের বারো বছরের জন্য বনবাসের শাস্তি হয়েছিল
প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
সর্ত লঙ্ঘন করার অপরাধে, একক ভাবে, অর্জুনের বারো বছরের জন্য বনবাসের শাস্তি হয়েছিল !
কিন্তু অর্জুন, বনবাসের নামে, বনবাসে না গিয়ে, লোকালয়ে ঘুরে বেড়িয়েছিলেন !
অপরূপ সুন্দরী বিধবা উলূপীকে, অর্জুন, বিবাহও করেছিলেন !
তাদের ছিল একরাতের বাসর !
একসন্তানের জন্ম হয়েছিল তাতে, নাম ইরাবন !
ইরাবন অর্জুনের মতই ছিলেন হৃদয়বান, অর্জুনের মতই ছিলেন চরিত্রবান !
ভারতবর্ষের ইতিহাসে, অর্জুন আর বিধবা উলূপী বিবাহই কি প্রথম বিধবা বিবাহ ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন