মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

লাইগেশন না ভ্যাসেকটমি ?


লাইগেশন না ভ্যাসেকটমি ?



প্রণব কুমার কুণ্ডু























প্রণব কুমার কুণ্ডু



পঞ্চপাণ্ডবেরা প্রত্যেকে, এক এক জন, এক এক বছর ধরে, দ্রৌপদীর সাথে,  একসাথে,  এক ঘরে কাটাতেন !
কাজেই দ্রৌপদীর পঞ্চসন্তান, তারা প্রত্যেকে. প্রত্যেকের চেয়ে,  এক এক বছরের ছোট ছিল !

তারপরে দ্রৌপদী কি লাইগেশন করিয়ে নিয়েছিলেন ?
না কোন জড়িবুটি প্রতিষেধক হিসাবে খেতেন ?
না কোন কবচ-তাবিজ পরেছিলেন ?
না, আর কোন সন্তান না হওয়ার জন্য,  তুকতাক করতেন ?

না পঞ্চপাণ্ডব, না দ্রৌপদী, কেউ কি কোন কন্যাসন্তান চান নি ?

না পঞ্চপাণ্ডবেরা প্রত্যেকে ভ্যাসেকটমি করিয়েছিলেন ?

অশ্বিনীকুমার ভ্রাতৃদ্বয়কে জিজ্ঞাসা করতে পারেন !
নচেৎ সুশ্রুতকে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন