বিষ্ণু
প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
বিষ্ণু কিন্তু ফর্সা নন !
বিষ্ণুর গায়ের রঙ শ্যামবর্ণ !
বিষ্ণুর বক্ষে শ্রীবৎস ( শ্রীবিষ্ণুর বুকে ভৃগুমুনির লাথি মাড়ার চিহ্ন ) চিহ্ন ও বক্ষ কৌস্তুভমণিতে ( সমুদ্রমন্থনের ফলে সমুদ্র থেকে উত্থিত ) সুশোভিত ! বুকের লোমরাজি দক্ষিণাবর্ত ( দক্ষিণ বা ডান দিকে পাক খেয়ে গেছে এমন ) এবং সেগুলি শুক্লবর্ণ !
বিষ্ণুর চুল-দাড়িও কি সাদা ?
জানিনা দাদা !
বিষ্ণু সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ! যদিও ইন্দ্র বিষ্ণুর থেকে বয়সে জ্যেষ্ঠ !
বিষ্ণু আদিপুরুষ !
বিষ্ণুর কেবল একশো আট নাম নয় ! বিষ্ণুর এক হাজারটি নাম !
বিষ্ণু আদিত্যগণের একতম 'উপেন্দ্র' !
বিষ্ণু তিথি। বিষ্ণুপ্রিয় একাদশী ও দ্বাদশী তিথি !
বিষ্ণুপুর। গোলকধাম !
বিষ্ণুবল্লভা। লক্ষ্মী ও তুলসী !
বিষ্ণুর বাহন গরুড় !
আর বিষ্ণুর রথ ? সেও গরুড় !
বিষ্ণুশক্তি লক্ষ্মী !
বিষ্ণু সত্ত্বগুণময় ব্যাপক দেব ! ইনিই নারায়ণ ! ইনি সৃষ্টির পালন কর্তা !
মহর্ষি কশ্যপের ঔরসে অদিতির গর্ভে বিষ্ণুর জন্ম !
বিষ্ণু কি করে বিষ্ণুত্ব লাভ করেছিলেন ?
বিষ্ণু তপোবলে সমস্ত দেবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন !
বিষ্ণুর আয়ুধ সুদর্শনচক্র !
সর্বলোকের হিতার্থে বিষ্ণু যুগে যুগে আবির্ভুত হন !
বিষ্ণুর মৎস্য কূর্ম বরাহ অবতার মানুষ কেটে কেটে খায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন