শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

ইয়াজিদি


ইয়াজিদি



প্রণব কুমার কুণ্ডু                         










ইয়াজিদিরা দিনে পাঁচবার প্রার্থনা করে।

ভোর রাতের প্রার্থনা।

সূর্যওঠার সময়ের প্রার্থনা।

দুপুরের প্রার্থনা।

বিকেলের প্রার্থনা।

আর

সূর্য অস্ত যাবার সময়ের প্রার্থনা।

ইয়াজিদিদের প্রার্থনা
আসলে সূর্যের বন্দনা !

ইয়াজিদিরা আসলে
সূর্যের পূজারী।
ওরা সূর্যের দিকে মুখ করে
প্রার্থনা করে।

বুধবার ইয়াজিদিদের
পবিত্র দিন।

শনিবার
বিশ্রামের দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন