শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

দ্বিজ


দ্বিজ














প্রণব কুমার কুণ্ডু



দ্বিজ।
এককালে,  মুঞ্জবন্ধন আর মন্ত্র হেতু দ্বিতীয়বার জন্মানো !

দ্বিজ।
প্রাথমিক ভাবে উপনয়নসংস্কৃত ব্রাহ্মণ !
পৈতে হবার আগে ব্রাহ্মণরা কিন্তু কেউই দ্বিজ নন !
তাই আবার হয় ?
হ্যাঁ ! তাই হয় !

কোন একসময়ে ব্রাহ্মণরা পশুচামড়ার পৈতেও ব্যবহার করতেন !

এখন ব্রাহ্মণরা কেবল সুতোর পৈতে ব্যবহার করেন !

ব্রাহ্মণ ছাড়াও ক্ষত্রিয় আর বৈশ্যরাও পৈতে আর মন্ত্র ধারণ করে দ্বিজ হতে পারেন !

তবে শাস্ত্রে শূদ্রদের পৈতে ধারণ করবার আধিকার দেওয়া হয় নি ! ওঁদের দ্বিজত্বের অধিকার নেই !

কিন্তু শূদ্রদের গুরুরা অনেকে পৈতে ধারণ করেন !
তাঁরা শূদ্রদের জন্য গুরুগিরিও করেন !

আবার কৃষ্ণমন্ত্রে দীক্ষিত মানুষজনও দ্বিজ !
তাঁরাও মন্ত্র ধারণ করে পৈতে ধারণ করতে পারেন !

মন্ত্র আর পৈতে ছাড়া দ্বিজ হওয়া যায় না !
মন্ত্রের অসীম ক্ষমতা !
আর পৈতে, দ্বিজ হওয়ার,  দ্বিজত্বের চিহ্ন !

দ্বিজ।
দ্বিজন্মা !
একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ করা !

স্ত্রীজাতি দ্বিজ হলে, দ্বিজা !
তবে শাস্ত্রে স্ত্রীজাতীর দ্বিজ হওয়ার বিধান নেই !
নারীবাদী আন্দোলনের হোতাদের, থুরি, হোত্রীদের,  এ ব্যাপারে আন্দোলন করার সুযোগ আছে !






























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন