মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

পয়লা বৈশাখ


পয়লা বৈশাখ














প্রণব কুমার কুণ্ডু



যে দিন রাত্রি ১২টার মধ্যে সূর্য ০ ( শূন্য ) ডিগ্রি দ্রাঘিমায় বা দ্রাঘিমারেখায় প্রবেশ করে, তার পরের দিনই  ১লা ( পয়লা বা পহেলা ) বৈশাখ।

দ্রাঘিমা।
দ্রাঘিমা ( Geographic meridian or line of longitude ) হল পৃথিবীর ওপর দিয়ে কল্পিত কতকগুলি নির্দিষ্টভাবে বিন্যস্ত মহাবৃত্তের ( Great circle ) অর্ধেক।
এদের বিস্তার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। অর্থাৎ এরা উত্তর-দক্ষিণে বিস্তৃত।
একটি দ্রাঘিমার উপরিস্থিত সমস্ত বিন্দুর দ্রাঘিমাংশ সমান।
প্রতিটি দ্রাঘিমারেখা  সমস্ত সমাক্ষরেখার ( Parallel of latitude ) সঙ্গে লম্বভাবে অবস্থান করে।
দ্রাঘিমারেখাগুলির দৈর্ঘ্য পরস্পর সমান।
এদের প্রত্যেকটিই পৃথিবীর উপরিস্থিত এক একটি মহাবৃত্তের অর্ধেক।
এদের দৈর্ঘ্য ২০,০০৩.৯০ কিমি।
( উইকিপিডিয়া )
দ্রাঘিমা : পৃথিবী পৃষ্ঠে নিরক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে যে অর্ধবৃত্তাকার রেখাগুলি কল্পনা করা যায়, সেগুলি দ্রাঘিমা।
দ্রাঘিমাংশ : দ্রাঘিমার অংশ।
দ্রাঘিমারেখা : দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার জন্য কল্পিত রেখা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন