শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

বিষ্ণু


বিষ্ণু









প্রণব কুমার কুণ্ডু













প্রণব কুমার কুণ্ডু



বিষ্ণু কিন্তু ফর্সা নন !
বিষ্ণুর গায়ের রঙ শ্যামবর্ণ !
বিষ্ণুর বক্ষে শ্রীবৎস ( শ্রীবিষ্ণুর বুকে ভৃগুমুনির লাথি মাড়ার চিহ্ন ) চিহ্ন ও বক্ষ কৌস্তুভমণিতে ( সমুদ্রমন্থনের ফলে সমুদ্র থেকে উত্থিত ) সুশোভিত ! বুকের লোমরাজি দক্ষিণাবর্ত ( দক্ষিণ বা ডান দিকে পাক খেয়ে গেছে এমন ) এবং সেগুলি শুক্লবর্ণ !
বিষ্ণুর চুল-দাড়িও কি সাদা ?
জানিনা দাদা !

বিষ্ণু সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ! যদিও ইন্দ্র বিষ্ণুর থেকে বয়সে জ্যেষ্ঠ !

বিষ্ণু আদিপুরুষ !
বিষ্ণুর কেবল একশো আট নাম নয় ! বিষ্ণুর এক হাজারটি নাম !
বিষ্ণু আদিত্যগণের একতম 'উপেন্দ্র' !

বিষ্ণু তিথি। বিষ্ণুপ্রিয় একাদশী ও দ্বাদশী তিথি !

বিষ্ণুপুর। গোলকধাম !

বিষ্ণুবল্লভা। লক্ষ্মী ও তুলসী !

বিষ্ণুর বাহন গরুড় !
আর বিষ্ণুর রথ ? সেও গরুড় !

বিষ্ণুশক্তি লক্ষ্মী !

বিষ্ণু সত্ত্বগুণময় ব্যাপক দেব ! ইনিই নারায়ণ ! ইনি সৃষ্টির পালন কর্তা !

মহর্ষি কশ্যপের ঔরসে অদিতির গর্ভে বিষ্ণুর জন্ম !

বিষ্ণু কি করে বিষ্ণুত্ব লাভ করেছিলেন ?
বিষ্ণু তপোবলে সমস্ত দেবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন !

বিষ্ণুর আয়ুধ সুদর্শনচক্র !

সর্বলোকের হিতার্থে বিষ্ণু যুগে যুগে আবির্ভুত হন !

বিষ্ণুর মৎস্য কূর্ম বরাহ অবতার মানুষ কেটে কেটে খায় !

দ্বিজ


দ্বিজ














প্রণব কুমার কুণ্ডু



দ্বিজ।
এককালে,  মুঞ্জবন্ধন আর মন্ত্র হেতু দ্বিতীয়বার জন্মানো !

দ্বিজ।
প্রাথমিক ভাবে উপনয়নসংস্কৃত ব্রাহ্মণ !
পৈতে হবার আগে ব্রাহ্মণরা কিন্তু কেউই দ্বিজ নন !
তাই আবার হয় ?
হ্যাঁ ! তাই হয় !

কোন একসময়ে ব্রাহ্মণরা পশুচামড়ার পৈতেও ব্যবহার করতেন !

এখন ব্রাহ্মণরা কেবল সুতোর পৈতে ব্যবহার করেন !

ব্রাহ্মণ ছাড়াও ক্ষত্রিয় আর বৈশ্যরাও পৈতে আর মন্ত্র ধারণ করে দ্বিজ হতে পারেন !

তবে শাস্ত্রে শূদ্রদের পৈতে ধারণ করবার আধিকার দেওয়া হয় নি ! ওঁদের দ্বিজত্বের অধিকার নেই !

কিন্তু শূদ্রদের গুরুরা অনেকে পৈতে ধারণ করেন !
তাঁরা শূদ্রদের জন্য গুরুগিরিও করেন !

আবার কৃষ্ণমন্ত্রে দীক্ষিত মানুষজনও দ্বিজ !
তাঁরাও মন্ত্র ধারণ করে পৈতে ধারণ করতে পারেন !

মন্ত্র আর পৈতে ছাড়া দ্বিজ হওয়া যায় না !
মন্ত্রের অসীম ক্ষমতা !
আর পৈতে, দ্বিজ হওয়ার,  দ্বিজত্বের চিহ্ন !

দ্বিজ।
দ্বিজন্মা !
একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ করা !

স্ত্রীজাতি দ্বিজ হলে, দ্বিজা !
তবে শাস্ত্রে স্ত্রীজাতীর দ্বিজ হওয়ার বিধান নেই !
নারীবাদী আন্দোলনের হোতাদের, থুরি, হোত্রীদের,  এ ব্যাপারে আন্দোলন করার সুযোগ আছে !






























শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

রবিজ


রবিজ























প্রণব কুমার কুণ্ডু



রবিজ।
রবিজাত।
রবিতনয়। রবিনন্দন। রবিপুত্র। রবিসুত।

রবিজা।
রবিজাতা।
রবিতনয়া। রবিনন্দা। রবিকন্যা। রবিসুতা।

রবিজ
শনি যম সাবর্ণিমনু বৈবস্বতমনু সুগ্রীব কর্ণ অশ্বিনীকুমারদ্বয়।
এরা সব ভাই ভাই !

রবিজা।
রবিকন্যা যমুনা।

প্রতি বছর ভাইফোঁটায় যমুনা ওর ভাইদের একসাথে বসিয়ে ফোঁটা দেয় !

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

তৈমুর ছিল ইসলামের একনিষ্ট জিহাদী সেবক।। Untold story of Islam 04।। মুখ ও...

পয়লা বৈশাখ


পয়লা বৈশাখ














প্রণব কুমার কুণ্ডু



যে দিন রাত্রি ১২টার মধ্যে সূর্য ০ ( শূন্য ) ডিগ্রি দ্রাঘিমায় বা দ্রাঘিমারেখায় প্রবেশ করে, তার পরের দিনই  ১লা ( পয়লা বা পহেলা ) বৈশাখ।

দ্রাঘিমা।
দ্রাঘিমা ( Geographic meridian or line of longitude ) হল পৃথিবীর ওপর দিয়ে কল্পিত কতকগুলি নির্দিষ্টভাবে বিন্যস্ত মহাবৃত্তের ( Great circle ) অর্ধেক।
এদের বিস্তার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। অর্থাৎ এরা উত্তর-দক্ষিণে বিস্তৃত।
একটি দ্রাঘিমার উপরিস্থিত সমস্ত বিন্দুর দ্রাঘিমাংশ সমান।
প্রতিটি দ্রাঘিমারেখা  সমস্ত সমাক্ষরেখার ( Parallel of latitude ) সঙ্গে লম্বভাবে অবস্থান করে।
দ্রাঘিমারেখাগুলির দৈর্ঘ্য পরস্পর সমান।
এদের প্রত্যেকটিই পৃথিবীর উপরিস্থিত এক একটি মহাবৃত্তের অর্ধেক।
এদের দৈর্ঘ্য ২০,০০৩.৯০ কিমি।
( উইকিপিডিয়া )
দ্রাঘিমা : পৃথিবী পৃষ্ঠে নিরক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে যে অর্ধবৃত্তাকার রেখাগুলি কল্পনা করা যায়, সেগুলি দ্রাঘিমা।
দ্রাঘিমাংশ : দ্রাঘিমার অংশ।
দ্রাঘিমারেখা : দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার জন্য কল্পিত রেখা।


রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

শকদের রাজার মৃত্যু হলে



শকদের রাজার মৃত্যু হলে














প্রণব কুমার কুণ্ডু




শকদের রাজার মৃত্যু হলে, রাজার স্ত্রীদের, অর্থাৎ রানিদের, দাস-দাসীদের, এবং রাজার পিয়াদা-বাহক প্রভৃতিদের, রাজার সঙ্গে, পরলোকে যেতে বাধ্য থাকতে হত !
অর্থাৎ তাদের রাজার সমাধিসৌধে জ্যান্ত সমাধিত করা হোত !

শকদের সামাজ্য প্রায় হাজার বছর ধরে, খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দ থেকে খ্রিস্টিয় দ্বিতীয় শতাব্দ পর্যন্ত অক্ষুন্ন ছিল !



* সূত্র : somewherein,net

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

রবিবার


রবিবার



প্রণব কুমার কুণ্ডু                           



















প্রণব কুমার কুণ্ডু



বাইবেলের বর্ণনায়, রবিবার হোল, আপাত মৃত্যুর পর, পালিয়ে গিয়ে,  যিশুখ্রিস্টের প্রত্যাবর্তনের দিন।

সেই যিশুখ্রিস্ট কি আগের যিশুখ্রিস্ট, ভালোভাবে খোঁজ নিন !

সপ্তাহের পূজার জন্য, ভারতে, গুরুবার বৃহস্পতিবার , ছুটির দিন কবে থেকে চালু হবে ?

না ইংরেজদের অণুকরণে চলবে?

নাকি ভবিষ্যতই বলবে ?

अरबी-फ़ारसी मुक्त हिन्दी: बाज़ारू खिचड़ी से आर्यभाषा तक| नित्यानन्द मिश्र...

अरबी-फ़ारसी मुक्त हिन्दी: बाज़ारू खिचड़ी से आर्यभाषा तक| नित्यानन्द मिश्र...

ইয়াজিদি


ইয়াজিদি



প্রণব কুমার কুণ্ডু                         










ইয়াজিদিরা দিনে পাঁচবার প্রার্থনা করে।

ভোর রাতের প্রার্থনা।

সূর্যওঠার সময়ের প্রার্থনা।

দুপুরের প্রার্থনা।

বিকেলের প্রার্থনা।

আর

সূর্য অস্ত যাবার সময়ের প্রার্থনা।

ইয়াজিদিদের প্রার্থনা
আসলে সূর্যের বন্দনা !

ইয়াজিদিরা আসলে
সূর্যের পূজারী।
ওরা সূর্যের দিকে মুখ করে
প্রার্থনা করে।

বুধবার ইয়াজিদিদের
পবিত্র দিন।

শনিবার
বিশ্রামের দিন।

ভোর


ভোর



                                                                                         
                                                                               
                                                                                     

প্রণব কুমার কুণ্ডু                                                           










ভোর।
ভর-এর রূপভেদ।

'ভর' সাধারণত শব্দের শেষে ব্যবহৃত হয়।
যেমন, রাতভর গান
দিনভর বৃষ্টি
জীবনভোর যন্ত্রণা ভোগ।
ইত্যাদি।

আবার 'ভর'
শব্দের আগেও
ব্যবহৃত হয়।
যেমন, ভরদুপুর। গনগনে দুপুর।
'ভরসন্ধ্যা'। ঠিক সন্ধ্যাবেলা।
প্রভৃতি।