পৃথিবী অক্সিজেন শূন্য হয়ে প্রাণীকুলের বিলুপ্তি
এই দিনে
2 বছর আগে
আমাদের সম্যক ইতিহাস
যুক্তরাষ্ট্রের 'ভার্জিনিয়া টেক কলেজ অব সায়েন্সের অন্তর্গত জিওসায়েন্স বিভাগের পোস্ট ডক্টরাল গবেষক 'স্কট ইভান্স'এর নেতৃত্বে গবেষকরা দেখিয়েছেন ৫৫০ মিলিয়ন বছর আগে পৃথিবী অক্সিজেন শূন্য হয়ে প্রাণীকূল বিলুপ্ত হয়।এরপর ৪৪০ মিলিয়ন বছর আগে একবার,৩৭০ মিলিয়ন বছর আগে একবার,২৫০ মিলিয়ন বছর আগে একবার,২০০ মিলিয়ন বছর আগে একবার ও ৬৫ মিলিয়ন বছর আগে একবার সম্পূর্ণ প্রাণীকূল বিলুপ্ত হয়।
দেখা যায় গড়ে ৭৪ মিলিয়ন বছর বাদে একবার করে সম্পূর্ণ প্রাণীকূল বিলুপ্ত হয়।
ভারতীয় জিওসায়েন্স'এর একটি মত বলছে, আমাদের সৌরজগতের আমাদের গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘুরে আসতে সময় লাগে ২২.৫ কোটি বছর- এর মধ্য চারবার আমাদের পৃথিবীর মেরু পরিবর্তন হয় তথা চারবার সম্পূর্ণ বিলুপ্ত হয়। অর্থাৎ মোটামুটি ৫৬ মিলিয়ন বছর বাদে বাদে প্রাণী জগতের বিলুপ্তি ঘটে।পশ্চিমাদের সাথে আমাদের সময়ের পার্থক্য ১৮ মিলিয়ন বছর-জীব জগৎ বিলুপ্তিতে কিন্তু সহমত।
আপনারা কেমন ভাবছেন ?
শেয়ার করুন
এই দিনে
2 বছর আগে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন