ইসলামের ৫ টি স্তম্ভের সাথে কোরানের সম্পর্ক কতটুকু ?
এই দিনে
6 বছর আগে
রূপক রায়-এর কলাম ( নয় )
ফেসবুক থেকে শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
Rupok Roy এতে ALL BENGAL RSSরাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘ
মুসলমানরা খুব জোর গলায় প্রচার করে যে, ইসলামের স্তম্ভ বা খুটি হলো ৫টি, যেমন-
১. কালিমা
২. নামাজ
৩. রোজা
৪. হজ্জ ও
৫. যাকাত।
এর সাথে তারা আরও বলে যে ইসলামের সংবিধান হল কোরান।
এখন দেখা যাক ইসলামের সংবিধানে এই ৫টি খুঁটির একটিও আছে কিনা ?
ইসলামের ১ নং খুঁটি, কালিমা, (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ), এই বাক্যটি কি কোরানে লিখা আছে ?
নাই।
ইসলামের দুই নং খুঁটি নামাজ, নামাজ কিভাবে আদায় করতে হবে, তা কি কোরানে বর্ননা করা হয়েছে ?
না।
ইসলামের তিন নং খুঁটি রোজা, রোজা কিভাবে রাখতে হবে, কিভাবে রোজা ভাঙবে, তা কি বিস্তারিত কোরানে বর্ননা করা হয়েছে ?
না।
ইসলামের ৪ নং খুঁটি হজ, হজ্জ কিভাবে করতে হবে, তা কি কোরানে বিস্তারিত বর্ননা করা হয়েছে ?
না।
ইসলামের ৫ নং খুঁটি, যাকাত, যাকাত কিভাবে দিতে হবে, যাকাতের মেকানিজম কী হঁবে ? তা কি কোরানে বিস্তারিত বর্ননা করা হয়েছে ?
না।
তাহলে ইসলামের ৫ খুঁটির সাথে ইসলামের সংবিধান আল কোরানের সম্পর্ক কতটুকু ?
৭২ হুরলোভীঁ লম্পটদের কাছে জবাব চাই।
আইডিয়া : নীল নীমো।
জয় হিন্দ।
From: Krishna kumar das
জয় হোক সনাতনের
শেয়ার করুন
এই দিনে
6 বছর আগে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন