বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

বৈদিক সমাজ বেদ সাগর

 

বৈদিক সমাজ বেদ সাগর

শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডু


















বেদের সংখ্যা চার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। প্রত্যেকটি বেদ আবার চারটি প্রধান ভাগে বিভক্ত: সংহিতা (মন্ত্র ও আশীর্বচন), ব্রাহ্মণ (ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান ও যজ্ঞাদির উপর টীকা), আরণ্যক (ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকর্ম, যজ্ঞ ও প্রতীকী যজ্ঞ) ও উপনিষদ্‌ (ধ্যান, দর্শন ও আধ্যাত্মিক জ্ঞান-সংক্রান্ত আলোচনা)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন