রায় কিশোরী
সময়ের সাথে সাথে প্রতিটি ভাষার পরিবর্তনে এটা সত্য - চেয়ার, টেবিল, হারামী, হারামজাদা ইত্যাদি মাত্র কয়েকটি শব্দ। কিন্তু পরিবর্তন ত্বরান্বিত করার প্রচেষ্টা চলছে 1990-এর দশকে বাংলাদেশ সরকার "রামধনু" শব্দটিকে "রংধনু" তে পরিবর্তন করে। পশ্চিম বঙ্গ সরকার ২০ বছর তা বাস্তবায়ন করেছে। খালেদা জিয়া যখন রামধনুকে রংধনুতে এবং কৃষ্ণচূড়াকে মহম্মদচূড়ায় পরিবর্তন করছিলেন, তখন তারা "রামছাগল" অপরিবর্তিত রেখেছিলেন - "মোহাম্মদচূড়া" এ পরিবর্তন করেননি।
বিঃদ্রঃ- আমার এধরনের পোস্ট যাদের ভালো লাগে না বা যারা এড়িয়ে চলেন তারা আমার ফেসবুক টাও এড়িয়ে চললে খুশি হবো। সুপা রুস্তম হয়ে বসে থেকে শুধু শুধু সংখ্যা না বাড়াতে অনুরোধ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন