রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

বট অশ্বত্থ ও পাকুড় গাছের জন্ম


বট অশ্বত্থ ও পাকুড় গাছের জন্ম



প্রণব কুমার কুণ্ডু










প্রণব কুমার কুণ্ডু



বট অশ্বত্থ ও পাকুড় গাছের বীজে কঠিন আবরণী পর্দা থাকে !
বুলবুলি রামঘুঘু টুনটুনি ফিঙে শালিক প্রভৃতি পাখি, সেই সব ফল খেয়ে, বীজের শক্ত আবরণীর পর্দা হজম করে গলিয়ে দেয় !
তাই ঐ সব পাখির মল থেকে, ঐ সব গাছের 'প্রসেস' ( ক্রম অগ্রসরকরণ প্রক্রিয়া ) করা 'বীজ' বেরিয়ে আসে !
সেগুলো থেকে, উপযুক্ত পারিপার্শ্বক অবস্থার প্রভাবে,  সহজেই বট অশ্বত্থ ও পাকুড় গাছ জন্মায় !


সূত্র :  BINOD SARADAR,  FACEBOOK.




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন