রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

কলকাতার শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের নেতাজি সুভাষচন্দ্র বোসের ঘোড়ার পিঠে চড়া অবস্থায় মূর্তিটি সম্বন্ধে



কলকাতার শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের নেতাজি সুভাষচন্দ্র বোসের ঘোড়ার পিঠে চড়া অবস্থায় মূর্তিটি সম্বন্ধে

দুর্লভ বন্দ্যোপাধ্যায়-এর রচনা

2 বছর আগে
দুর্লভ বন্দ্যোপাধ্যায়
“ভদ্রলোকের বসবার ভঙ্গির মধ্যে কিন্তু একটা ত্যেজদীপ্ত ব্যাপার আছে, বেশ একটা প্যট্রিয়টিক ফিলিং হয় মশাই”।
আমাদের গাড়িটা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পৌঁছে বাগবাজারের দিকে টার্ন নিতেই নেতাজীর মূর্তিটা দেখে মন্তব্য করলেন জটায়ু। আজ ২৩শে জানুয়ারি। এর মধ্যেই শীতের আমেজ কলকাতা থেকে প্রায় উধাও। বাগবাজারে শ্রীগোপাল নামে একটা দোকানে নাকি খুব ভাল নলেন গুড় আর জয়নগরের মোয়া পাওয়া যায়। আমরা একরকম লালমোহনবাবুর আবদারেই সক্কাল বেলা গাড়িতে চেপে নতুন বালি ব্রীজের ওপর দিয়ে গঙ্গার হাওয়া খেয়ে এখন সেই দোকানের সন্ধানে বাগবাজারের দিকে ফিরছি।
আপনি জেনারেল আউট্রামের নাম শুনেছেন ? প্রশ্ন করল ফেলুদা।
মানে যার নামে আমাদের আউট্রাম ঘাট ?
হ্যাঁ। এই আউট্রাম ছিলেন ব্রিটিশ জেনারেল। একসময় লখনৌয়ের রেসিডেন্টও ছিলেন। লখনৌয়ের নবাবকে ক্ষমতাচ্যুত করবার পিছনেও তার অবদান ছিল। আউট্রামের একটা মূর্তি বসানো হয় কলকাতায় ১৮৭৪ সালে। সেটাও ছিল ২৩ তারিখ, তবে মে মাসের।
কিন্তু নেতাজীর সঙ্গে এর যোগাযোগটা... জটায়ুকে কিছুটা বিভ্রান্ত দেখায় ।
বলছি । দেশ স্বাধীন হওয়ার পর ওই আউট্রামের মূর্তিটা সরিয়ে ফেলে সেখানে গান্ধীজীর মূর্তি বসানো হয়, ১৯৫৮ সালে। আর ১৯৬৯ সালে নাগেশ যোগলেকার নামে এক মারাঠি ভাস্করকে দিয়ে শ্যামবাজারের এই নেতাজীর মূর্তিটা তৈরি করিয়ে বসানো হয়।
আর আউট্রামের সঙ্গে সম্পর্কটা ...
নেতাজীর মূর্তি করবার সময় নাগেশ যোগলেকার আউট্রামের মূর্তিটা থেকে স্রেফ টুকে দেয়।
অ্যাঁ সেকি ?
হ্যাঁ লালমোহন বাবু , যে ভঙ্গি দেখে আপনার এবং হাজার হাজার মানুষের মনে প্যট্রিয়টিক ফিলিং জেগে উঠছে সেটা আসলে একজন যুদ্ধবাজ ব্রিটিশ জেনারেলের চেহারা থেকে কপি করা। ভাবুন, যে ব্রিটিশদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন সুভাষচন্দ্র, তাদেরই এক জেনারেলের ক্যারিকেচার হয়ে পাঁচমাথার মোড়ে গত সাতচল্লিশ বছর ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের এই মহান নেতাকে। আর যদি আর্টের কথা বলেন। আউট্রামের মূর্তিটা শিল্পকর্ম হিসেবে অত্যন্ত উঁচুমানের। ক্লাসিক্যাল। আর এই কপিটা একটা নিকৃষ্টমানের অক্ষম অনুকরন। একজন ব্রিটিশ জেনারেলের ক্যারিকেচার করে, নিকৃষ্ট অনুকরণ দিয়ে আমরা কি আদৌ সম্মান জানাচ্ছি নেতাজীকে না অপমান করছি? ভাবুন লালমোহন বাবু, ভাবা প্র্যাকটিস করুন।
(সংগৃহীত )
3 বছর আগে
লিমেরিক ( ২৯৩ )
বিতর্কিত লিঙ্গস্বরূপ ভগবান !
তত্ত্বে পুরুষ প্রকৃতি না ক্লীবত্বে মহান ?
... আরও দেখুন
3 বছর আগে
লিমেরিক ( ২৯২ )
বেদের অধ্যয়ন। বেদের বিচার-বিশ্লেষণ।
বেদের অনুশীলন।
... আরও দেখুন
3 বছর আগে
লিমেরিক ( ২৯০ )
রামকৃষ্ণ নরেনকে ব্রাহ্মবাদিদের গোষ্ঠী থেকে তুলে এনেছিলেন !
কিন্তু সেই নরেনই আবার আমেরিকায় আর অপরাপর পাশ্চাত্যদেশে গিয়ে
বেদান্তদর্শনের মহিমা প্রচার করে ছিলেন !...
আরও দেখুন
3 বছর আগে
3 বছর আগে
লিমেরিক ( ২৮৮ )
পক্ষ প্রতিপক্ষ তো
সব সময়েই থাকবে।
... আরও দেখুন
শেয়ার করুন

প্রণব কুমার কুণ্ডু
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন