শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

মায়া ৫


মায়া ৫


'মায়া',  ভগবানের  'বহিরঙ্গা'  শক্তি !

তবে, মায়া, মূর্তিময়ীরূপে, প্রকাশিতা !

মায়া, কেবলমাত্র, শ্রীভগবানের বহিরঙ্গা শক্তি !
মায়া, কোনক্রমেই, শ্রীভগবানের,  'অন্তরঙ্গা'  শক্তি নন !

মায়া, শ্রীভগবানের, সেবা করেন মাত্র...

শ্রীমায়া, শ্রীভগবানের, সেবা করেন !
শ্রীভগবানকে, জলশৌচ করান !
স্নান করান !
জামা-কাপড় বদলে দেন !

তবে, মায়া, ভগবানের  'অঙ্গস্পর্শ'  করতে পারেন না !

এমন কী, পা ছুঁয়ে, শ্রীভগবানকে, প্রণাম করতেও, পারেন না !

মায়া, অচ্ছুত !

উল্টোভাবে বলতে গেলে, শ্রীমায়া, শ্রীভগবানের কাছে,  'অস্পৃশ্য' !

যার থেকে, সনাতন হিন্দুধর্মের মানুষদের কাছে, বিশেষত বর্ণহিন্দুদের কাছে, শূদ্রদের বা শূদ্রতরদের, এবং দলিতদের প্রতি, যুগযুগ ধরে,  'অস্পৃশ্য'ভাব এসেছে !

সেই কারণে, ভগবানের দৃষ্টিপথে থাকতে, শ্রীমায়াও, লজ্জাবোধ করেন !



* লেখাটির পটভূমিতে,  'স্তুতি', সোমনাথ মুখার্জী, গীতা প্রেস, পৃষ্ঠা ৭০৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন