সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

মহাভারতের কাম্যক বন





মহাভারতের কাম্যক বন



মহাত্মা অর্জুন, অস্ত্রলাভ করতে, ইন্দ্রলোকে গিয়েছিলেন !

তখন অন্যান্য পাণ্ডবগণ, দৌপদী সহ, সরস্বতী নদীর তীরে, কমনীয় কাম্যক বনে, অনেক দিন ধরে,  বাস করছিলেন !

তখন, কাম্যক বনে, কেবল একনারী দ্রৌপদী, আর চার পুরুষের, যুধিষ্ঠির ভীম নকুল সহদেব-এর সংসার !

অবিশ্যি, তাঁদের মা-জননী, কুন্তীও, অবশ্যই কাম্যক বনেই, তাঁদের সঙ্গেই,  ছিলেন !

শ্রীকৃষ্ণও, এই কাম্যক বনে এসেছিলেন !
তবে, নিকটেই বৃন্দাবন-গোকুল হওয়া সত্ত্বেও, গোপীদের সঙ্গে দেখা করতে, শ্রীকৃষ্ণ, একবারও, একেবারেও, গোপীদের কাছে যান নি !
শ্রীকৃষ্ণের সেই  chapter  শেষ হয়ে গিয়েছিল !

এই কাম্যক বনেই ভীম, দুর্ধর্ষ কিম্মী-রংক্ষসকে বধ করেছিলেন  !

কৃষ্ণের সঙ্গে, ভোজ, বৃষ্ণি,  প্রভৃতি নৃপতিরাও এসেছিলেন !

এসেছিলেন, পাঞ্চালরাজা, পুত্রসহ এবং অনুগতরাও !

এসেছিলেন, ধৃষ্টকেতু, ধৃষ্টদ্যুম্ন, আর তাদের বন্ধুরা !

পাণ্ডবদের সাথে  solidarity  দেখাতে তাঁদের সব কাম্যক বনে অগমন।

বলতে গেলে, তখন থেকেই, কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য, তলে তলে, প্রস্তুতি-পর্ব, পাণ্ডবদের তরফে,  শুরু হয়ে গিয়েছিল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন