রবিবার, ১৮ জুন, ২০১৭

গণেশ



গণেশ



গণেশের দেহকান্তি লাল !
তাঁর বিশাল শরীর !
কাটা হাতির ধড়টা তিনি পা্ননি,  তবে হাতির ধড়ের নতনই বড় তাঁর ধড় !
গণেশের সারা শরীর অলংকারে অলংকৃত !
হাতের আঙ্গুলগুলোয়, আঙটিতে আঙটিতে ছয়লাপ !

গণেশের হাতে ক্রমশ পাশ,  অঙ্কুশ,  রুদ্রাক্ষের জপমালা অক্ষমালা,  ও শেষ হাতের আঙ্গুলগুলোয়,  করাঙ্গুলি বিন্যাসে,  'বরমুদ্রা' !

গণেশকে ক্ষীর, মিষ্টান্ন,  নারকেল,  গুড়, ইত্যাদি খেতে দিতে হয় !

তারপর পান ইত্যাদি ! পানের সঙ্গে জর্দা দেবেন কি ?
গণেশকে তাঁর বাবার মতন গাঁজার ছিলিম ? ছোটবেলা থেকেই, গণেশ তাঁর বাবার ছিলিম নিয়ে খেলতে ভালোবাসতেন ! আর বিড়ি, সিগারেট গুটখা ইত্যাদি ?

গণেশের গলায় পৈতে থাকে ! উনি কি দ্বিজ ? আমি তো জানি উনি চর্তুভুজ-ও !

গণেশ যখন হাঁটবেন, তখন পাশ থেকে সরে দাঁড়াবেন ! কেননা আপনার গায়ের ওপর গণেশ পা-পিছলে পড়ে গেলে, আপনি পিষ্টে যাবেন !
তবে দেখবেন, গণেশের বাহন ইুঁদুরকে পিষে ফেলবেন না !
পেছন পেছন বেড়াল এলে,  বিড়ালকে তাড়িয়ে দেবেন !


গণেশের পূজার মন্ত্র, 'গণানাং ত্বা', ইত্যাদি !



* শিবপুরাণ/৪৪৬/নীচে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন