স্বরূপ এবং আত্মা
মানুষের জীবনের চিরবাঞ্ছিত সুখ পাওয়া ষায়, কেবল মাত্র, 'ভূমা' প্রাপ্তির দ্বারা !
ভূমা।
ব্রহ্মসাক্ষাৎকার ! বা মোক্ষ !
ব্রহ্মসাক্ষাৎকার বা মোক্ষ, কি জীবিত অবস্থায় পাওয়া সম্ভব ?
না, মৃত্যুর পর ?
ব্রহ্মবিদগণ নাকি ব্রহ্মস্বরূপ হয়ে যান !
যেহেতু ব্রহ্মের কোন স্বরূপ নেই ! স্বরূপ না থাকাতে ব্রহ্মের আত্মাও নেই !
তাই মৃত্যুর পরে মানুষেরাও স্বরূপহীন হয়ে পড়েন !
এবং আত্মাহীনও হয়ে যান !
* ভাবনায় : কাঠিয়াবাবা কৃষ্ণদাসজি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন