সোমবার, ১৯ জুন, ২০১৭

পলায়ন


পলায়ন



শ্রীকৃষ্ণ তাঁর নিজের প্রাণ বাঁচাতে মথুরা থেকে দ্বারকায় পালিয়ে গিয়েছিলেন !

মুহম্মদ তাঁর নিজের এবং একান্ত সহযোগিদের প্রাণ বাঁচাতে,  মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন !

বাঙালি হিন্দুরা,  বিভক্ত বঙ্গদেশের পূর্ব পাকিস্থান থেকে,  ভারতের পশ্চিমবঙ্গে,  পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন !

তারপরেও এসেছিলেন !

তারপরেও !


বাংলাদেশ হবার পরেও এসেছিলেন !

এখনও মাঝে মাঝে আসতে বাধ্য হচ্ছেন !

নাহলে কোতল হচ্ছেন ! প্রাণ ষাচ্ছে !


পলায়ন।
প্রাণভয়ে, দূরে,  দৃষ্টির বাইরে যাওয়া ! পালিয়ে যাওয়া ! পালানো ! চম্পট !

কোতল।
কতল ! মুণ্ডচ্ছেদ ! শিরশ্চেদ ! হত্যা ! খুন ! প্রভৃতি !

চম্পট।
পলায়ন ! সরে পড়া ! তাড়াতাড়ি সরে পড়া ! পালিয়ে যাওয়া !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন