নবনারীকুঞ্জর
'নব' শব্দের অর্থ নয় ( ৯ )।
'কুঞ্জর' শব্দের অর্থ হাতি।
শ্রীকৃষ্ণের সাথে ছল-চাতুরী করতে, শ্রীরাধা ও তাঁর আট সখী মিলে, পরস্পর পরস্পরের সঙ্গে, জড়াজড়ি করে, হাতির রূপ ধারণ করেছিলেন !
সেই হাতি, নবনারীকুঞ্জর !
ওটা ছিল এক উদ্ভট চিন্তা !
শ্রীকৃষ্ণের সেই বাকি আট সখীর নাম :
১। ললিতা
২। বিশাখা
৩। চম্পকলতা
৪। চিত্রা
৫। সুদেবী
৬্র। রঙ্গদেবী
৭। ইন্দুলেখা
৮। তুঙ্গবিদ্যা
এঁদের মধ্যে, ললিতা ও বিশাখা খুবই পরিচিত দুটি নাম !
সখী। নারীর নারীবন্ধু।
কৃষ্ণের সখী। কৃষ্ণের সহচরী। কৃষ্ণের সঙ্গিনী।
সখী তত্ত্ব। কৃষ্ণের সখীরা শ্রীকৃষ্ণেরই লীলাবিস্তারিকা এবং নানাভাবে শ্রীরাধার প্রেমাভিব্যক্তির সহায়িকা -- এই তত্ত্ব।
সখীভাব। সখীতুল্য আচরণ।
সখীভাব। নিজেকে শ্রীকৃষ্ণের সখীতুল্য জ্ঞানরূপ বৈষ্ণব সাধনপ্রণালীবিশেষ।
সখীসংবাদ। মধুরাগত শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাদূতী দ্বারা বিরহপীড়িতা শ্রীরাধিকার মনোবেদনা জ্ঞাপন।
প্রণব কুমার কুণ্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন