বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

কালী তন্ত্রম

 

 কালী তন্ত্রম

🔻🔻🔻🔻

বামাচারী পূজনে গঙ্গা জল ব্যাবহার না হওয়ায় কারণ!!
#
বামাচার। তান্ত্রিক আচার। বা শক্তিপূজার প্রকারবিশেষ। তন্ত্রোক্ত পঞ্চসাধন। বা পঞ্চ 'ম'-কারযুক্ত সাধনবিশেষ। বামাচারী। বামাচার পালনকারী। তন্ত্র। শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্র বা উপাসনাবিধি। বেদের শাখাবিশেষ। আগম এবং নিগম।
যেহেতু তন্ত্রক্ত পূজায় মহাপাত্র ও শঙ্খের ব্যবহার হয় তাই গঙ্গাবারি নিষিদ্ধ।

গঙ্গাস্পর্শে মহাপাত্র ও শঙ্খ নিষ্ক্রিয় হয়।
আর দ্বিতীয়ত, কৌলের তীর্থভ্রমণ নিষিদ্ধ, গঙ্গা সর্বতীর্থময়ী, কৌলের নিকট গঙ্গা যমুনা সরস্বতী হলো ইড়া পিঙ্গলা সুষুম্না। তাই কৌল গঙ্গাসমীপে যান না।
কৌল সাধকের নিকট সাধারণ জলই গঙ্গা তুল্য পবিত্র।
অথবা কারণের ব্যবহারের জন্যও গঙ্গাবারি নিষিদ্ধ হয়েছে।
যোগীনি তন্ত্র এবং বিপরীত প্রত্যঙ্গী রহস্যে বলা হয়েছে, ভগবতী কালীর ঘাম থেকে গঙ্গার উৎপত্তি এবং কালীর আশীর্বাদে গঙ্গা পতিতপাবনী তথা সকল প্রেতাদিকেও মুক্তি প্রদান করেন বা যেকোনো জীবশক্তিকে নিষ্ক্রিয় করে দেয় ।
মহাশঙ্খে গঙ্গাজল স্পর্শ হলে সেটির সক্রিয়তা নষ্ট হয়।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
মন্দির-এর একটি ছবি হতে পারে

শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

তারা-মা

 তারা-মা


এই দিনে
4 বছর আগে
16 মার্চ, 2020 
সবাই-এর সঙ্গে শেয়ার করা হয়েছে
সবাই
ফটোর কোনো বিবরণ নেই।
sakale sajalam TARAMA
1
শেয়ার করুন