বামাচারী পূজনে গঙ্গা জল ব্যাবহার না হওয়ায় কারণ!!
#
বামাচার। তান্ত্রিক আচার। বা শক্তিপূজার প্রকারবিশেষ। তন্ত্রোক্ত পঞ্চসাধন। বা পঞ্চ 'ম'-কারযুক্ত সাধনবিশেষ। বামাচারী। বামাচার পালনকারী। তন্ত্র। শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্র বা উপাসনাবিধি। বেদের শাখাবিশেষ। আগম এবং নিগম।
যেহেতু তন্ত্রক্ত পূজায় মহাপাত্র ও শঙ্খের ব্যবহার হয় তাই গঙ্গাবারি নিষিদ্ধ।
গঙ্গাস্পর্শে মহাপাত্র ও শঙ্খ নিষ্ক্রিয় হয়।
কৌল সাধকের নিকট সাধারণ জলই গঙ্গা তুল্য পবিত্র।
অথবা কারণের ব্যবহারের জন্যও গঙ্গাবারি নিষিদ্ধ হয়েছে।
যোগীনি তন্ত্র এবং বিপরীত প্রত্যঙ্গী রহস্যে বলা হয়েছে, ভগবতী কালীর ঘাম থেকে গঙ্গার উৎপত্তি এবং কালীর আশীর্বাদে গঙ্গা পতিতপাবনী তথা সকল প্রেতাদিকেও মুক্তি প্রদান করেন বা যেকোনো জীবশক্তিকে নিষ্ক্রিয় করে দেয় ।
মহাশঙ্খে গঙ্গাজল স্পর্শ হলে সেটির সক্রিয়তা নষ্ট হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন