শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

ফেসবুক ( চার )



গতকাল ১২/৪/২০১৮ তারিখে, ফেসবুকের পাতায়, স্মৃতিগুলো এলো !

২/৩টে  'স্মৃতি' শেয়ার করার পরে,  আপনাদের বিজ্ঞাপন দাতাদের দৌরাত্বে,  স্মৃতিগুলো,  ফেসবুকের পাতা থেকে, নিঁখোজ হয়ে গেল !

বিজ্ঞপ্তিতে কোন 'লিঙ্ক' পেলাম না !

স্মৃতিগুলোও আর ফিরে এলো না !

কাজেই বাকি স্মৃতিগুলো আর "শেয়ার" করা গেল না !

আপনাদের অবগতির জন্য, জানালাম !

ধন্যবাদ !

প্রণব কুমার কুণ্ডু !

১৩/৪/২০১৮।

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

ধর্ম ( চার )


ধর্ম ( চার )



ঈশ্বরকে
ধর্মের কেন্দ্রে রাখা
ভুল !

মোক্ষ বা আত্মার-মুক্তিকে
ধর্মের সাথে জড়ানো
ভুল !

পশুবলিদান ঠিক নয় !
অপ্রয়োজনে পশুহত্যা
নিন্দনীয় !


প্রকৃত ধর্ম রয়েছে
মানুষের হৃদয়ে !
শাস্ত্রে নয় !

ব্রাহ্মণরা
ধর্ম-রক্ষার
প্রতিভূ নন !

মানুষ এবং নৈতিকতা
ধর্মের কেন্দ্র হওয়া
উচিত !

কোন কিছুই
স্থায়ী বা
সনাতন নয় !

এমন কী
'সনাতন ধর্ম'ও নয় !
সব কিছুই পরিবর্তনশীল !

বিবেকানন্দ ( তিন )


বিবেকানন্দ ( তিন )



ব্রাহ্মণ না হলে
সন্ন্যাসী হওয়া
যায় না !

সেই myth
ভেঙেছিলেন
স্বামী বিবেকানন্দ !

তবে একদিন তিঁনি
তাঁর অ-ব্রাহ্মণ গুরুভাইদের
পৈতে বিতরণ করেছিলেন !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা'।

ভোগ


ভোগ



ভোগাভোগ।
সুখ-দুঃখ ভোগ !
কর্মফল ভোগ !

ভোগায়তন।
ভোগস্থান !
স্থূলদেহ !

ভোগী।
স্ত্রী- ভোগিনী !

ভোগবান।
ভোগসম্পন্ন !
বিষয়ভোগে আসক্ত !
সুখী ?

ভোগিনী !
মহিষী ভিন্ন
রাজার-স্ত্রী !
হতে পারেন
রাজ-উপপত্নী !

ভোগীন্দ্র।
নাগশ্রেষ্ঠ অনন্ত !
বাসুকি !
পতঞ্জলি !
আর ইন্দ্র ?

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

ভোগাবলী


ভোগাবলী



ভোগাবলী।
ভোগসমূহ !

ভোগাবলী।
স্তুতি !

ভোগাবলী।
স্তুতিপ্রবন্ধ !

ভোগাবলী।
নাগপুরী !

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

ভোগরাগ


ভোগরাগ



ভোগরাগ।
দেবতার নৈবেদ্য
অন্ন-ফলমূল ইত্যাদি
এবং অনুরা্গ হেতু
পূজা-বন্দনা প্রভৃতি।

সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

ভোগবতী






ভোগবতী



ভোগবতী।
রক্ষকনাগ-যুক্তা
পাতাল-গঙ্গা।

ভোগবতী।
বক্রগতি-যুক্তা
সরস্বতী নদী।

ভোগবতী।
খুলে দেখ চোখ !
সে যে নাগলোক !